ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মায়াপুর হয়ে উঠেছে বাংলাদেশী আসামীদের আশ্রয়স্থল। ইসকন মন্দির থেকে ৫০০ মিটার দুরত্বে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের তাণ্ডব (Bangladeshi convicts)। বাংলাদেশ থেকে এদেশে এসে ঘর বাড়ি দখলের অভিযোগ। দু’দেশেরই নাগরিক অভিযুক্তরা। সেই খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্তা হতে হয় সংবাদ কর্মীদেরও। নদিয়ার নবদ্বীপ থানার মায়াপুরের গৌরনগর এলাকার ঘটনা।
বাংলাদেশী অনুপ্রবেশকারীদের তাণ্ডব (Bangladeshi convicts)
জানা যায় গৌরনগর এলাকায় একই ব্যাক্তির নামে একাধিক অভিযোগ দায়ের হয় মায়াপুর পুলিশ ফারিতে। ২০২১ সালে মেডিক্যাল ভিসা করে বাংলাদেশ থেকে এদেশে সপরিবারে কলকাতার একটি হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য চলে আসেন। বর্তমানে গৌরনগর এলাকার বাসিন্দা অরবিন্দ ধর। সেই সময় তার সাথে বাংলাদেশ থেকে আসেন তারই সাগরেদ উত্তমচন্দ্র নাথ নামে আরও এক বাংলাদেশী ও তাদের দুজনের পরিবার (Bangladeshi convicts)।
আরও পড়ুন: Harassment: মেয়েকে যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত সৎ-বাবা
সুত্রের খবর, এই সকল ব্যাক্তির নামে বাংলাদেশে মামলা থাকায় সেখান থেকে বাঁচতে মেডিকেল ভিসা করে তারা চলে আসেন ভারতে (Bangladeshi convicts)। এরপর থেকে মায়াপুরেই বসবাস করেন এই ব্যাক্তিরা। এরপর অবৈধ্যভাবে ভারতীয় ভোটার কার্ড সহ আধার কার্ড তৈরি করেন ভুয়ো নথি দিয়ে। সেই বাংলাদেশের সমস্ত তথ্য আসলে সেই খবর করতে গেলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপর চরাও হয় ওই বাংলাদেশী আসামী। জানা যায় অরবিন্দ ধর সহ তার পরিবারের নামে বহুবার অভিযোগ দায়ের হয়েছে মায়াপুর ফারি সহ নবদ্বীপ থানায়।
কিন্তু প্রশ্ন কি করে একজন বাংলাদেশী অনুপ্রবেশকারী (Bangladeshi convicts) ডাক্তার দেখানোর নাম করে এদেশে এসে বসবাস করতে পারেন এতো বছর ধরে? আর কাদের সাহায্যেই বা এই দেশের আধার কার্ড ভোটার কার্ড বানালেন তিনি?