ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শিশুর প্রাণ বাঁচাতে ওষুধের দোকানদারদের (Medicine Store Closed At Night) ফোন করেও মিলল না কোনও জবাব। ঘটনাস্থল নদিয়ার শান্তিপুর। অবশেষে কৃষ্ণনগর থেকে ওষুধ এনে বাঁচানো হল একরত্তির প্রাণ। নিরাপত্তার অভাবেই (Lack Of Security) নাকি শান্তিপুরে রাতে বন্ধ ওষুধের দোকান। ওষুধের দোকানদারদের মানবিক হওয়ার আহ্ববান স্থানীয় বিধায়ক ও পুরসভার চেয়ারম্যানের।
রাতে বন্ধ ওষুধের দোকান (Medicine Store Closed At Night)
দিন এবং রাতের শান্তিপুরের মধ্যে যে কতটা ব্যবধান তা বোধ হয় উপলব্ধি করেন তারাই, যাদের পরিবারকে মধ্যরাতে অসুস্থতার কারণে পৌছাতে হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে (Shantipur State General Hospital)। হাসপাতালের ভেতর ন্যায্য মূল্যের ওষুধের দোকান (Fair Price Drug Store) খোলা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই জীবনদায়ী ওষুধ-ইনজেকশন মেলেনা সেখানে। ফলে রোগীর পরিবারকে কতটা হয়রানির সম্মুখীন হতে হয়, তার প্রমান মিলল সোমবার রাতের ঘটনায় (Medicine Store Closed At Night)।
হাসপাতালে অমিল ইনজেকশন এবং ওষুধ! (Medicine Store Closed At Night)
গত সোমবার শান্তিপুর পৌরসভার (Shantipur Municipality) ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিলীপ বল তার ছ’মাসের নাতনীকে অসহ্য পেটের যন্ত্রণা, নিয়ে রাত তিনটে নাগাদ ভর্তি করান শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। শিশুটির সঙ্গে ছিল তাঁর মা পায়েল বল। সে সময় ডিউটিতে থাকা চিকিৎসক হাসপাতালে থাকা ওষুধ দিলেও একটি ইনজেকশন এবং দুটি ওষুধ লিখে দেন যা মেলে না হাসপাতালে মধ্যে থাকা ন্যায্যমূল্য ওষুধের দোকানে (Medicine Store Closed At Night)।
আরও পড়ুন: Weather Update: বিদায়বেলায় ফের চরিত্র বদল আবহাওয়ার, নতুন করে পারদ পতনের ইঙ্গিত
অবশেষে কৃষ্ণনগর থেকে এল ওষুধ
এরপর হাসপাতালে দু’ধারের রাস্তার ঔষধের দোকানগুলিতে ফোন করলেও মেলেনি উত্তর। এমনকি পাঁচিল টপকে বাড়ির মধ্যে ঢুকে শিশুর প্রাণ বাঁচাতে ওষুধের জন্য চিৎকার করলেও মেলেনি সহযোগিতা। বাধ্য হয়েই মধ্যরাত্রে পরিবারের লোকেরা কৃষ্ণনগর থেকে ওষুধ নিয়ে এসে বাঁচান ছোট্ট এক রত্তির প্রাণ।

রাতে বন্ধ সকল ওষুধের দোকান
অভিযোগ, হাসপাতালে দু’ধারের রাস্তায় ৮-১০টি ঔষধের দোকানের মালিক-কর্মচারীরা সারাদিন ব্যবসায় ক্লান্ত হয়ে পরিষেবা ভোলেন রাতে। আর তাই জীবন বাঁচাতে রোগীর পরিবার থেকে ফোন করলে মেলেনা উত্তর। এই ঘটনা শুধুমাত্র দিলীপবাবুর ক্ষেত্রেই নয় প্রতি রাতে এভাবেই নিরুপায় হয়ে অন্ধকার শহরে ছোটাছুটি করেন অনেক পরিবার, এমনটাই অভিযোগ।

নিরাপত্তার অভাবেই বন্ধ দোকান
ওষুধ বিক্রেতাদের সংগঠন BCDA রয়েছে শান্তিপুরেও। আগে নিজেদের মধ্যে আলোচনা ভিত্তিক পালা করে একটি করে হাসপাতাল সংলগ্ন দোকান খোলা রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিষেবা তারা দিতেন। কিন্তু অনলাইনে বিক্রির রমরমা এবং নিরাপত্তার অজুহাত দেখিয়ে অন্যান্য দোকানের মতই রাত দশটায় বন্ধ করে থাকেন তারা। তাঁদের অভিযোগ, নিরাপত্তার অভাবেই নাকি বর্তমানে রাতে তাঁরা বন্ধ রাখেন ওষুধের দোকান।

আরও পড়ুন: BGBS 2025: BGBS সম্মেলন করে কী ‘লাভ’ ? বিরোধীদের কটাক্ষয়ের জবাব মমতার
ব্যবস্থা নেওয়ার আশ্বাস চেয়ারম্যান ও বিধায়কের
শিশুটির দাদু বিষয়টি জানান পৌরসভার চেয়ারম্যান (Municipal Chairman), স্থানীয় বিধায়ক, শান্তিপুর থানা এবং স্বাস্থ্য আধিকারিকদের। তৎপর হন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ (Subrata Ghosh) এবং বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী (MLA Braj Kishore Goswami)। এ ধরনের সমস্যা হলেই পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানোর অনুরোধ জানিয়েছেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। প্রয়োজনে ঔষধ বিক্রেতাদের নিরাপত্তার ব্যবস্থারও আশ্বাস দিয়েছেন তিনি।