Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অতুল সুভাষ মোদীর আত্মহত্যার পর গোটা দেশ পুরুষদের (Men’s Right) নিয়ে কথা বলতে শুরু করেছিল। আবারও প্রমাণ হয়েছিল পুরুষরাও সমাজে সুরক্ষিত নয়। সমাজের পুরুষদের অধিকারও (Men’s Right) কোথাও কোথাও হরণ করা হচ্ছে।আর এই বিষয়েই আমরা ‘ট্রাইব টিভি বাংলা’-র বিশেষ অনুষ্ঠান “নীতি নির্ণয় না দুর্নীতি”-তে কথা বলেছিলাম “অল বেঙ্গল মেন’স ফোরাম”-এর প্রেসিডেন্ট ও পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্যের সঙ্গে। আতুলের আত্ম হত্যা নিয়ে কি বললেন তিনি জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
আতুলের আত্ম হত্যা কোন দুর্নীতি? (Men’s Right)
‘ট্রাইব টিভি বাংলা’-র এই বিশেষ অনুষ্ঠান “নীতি নির্ণয় না দুর্নীতি”-তে আমরা যেহেতু সমাজের বিভিন্ন ক্ষেত্রের দুর্নীতি নিয়ে আলোচনা করি এজন্য পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্যকে (Men’s Right) দুর্নীতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, একজন মানুষের মৃত্যু হলো, একজন পুরুষ অত্যাচারিত হল আমাদের দেশের নীতির কারণে! নিশ্চয়ই কোথাও দুর্নীতি নিশ্চয়ই রয়েছে। আপনারা আজ শুধু অতুলের কথা বলছেন, কিন্তু এমন আরও হাজার হাজার অতুন রয়েছে যারা আমাদের সমাজে অত্যাচারিত হতে হতে বেঁচে আছেন।
আরও অনেক আতুল সুভাষ হতে পারে (Men’s Right)
পুরুষ অধিকার (Men’s Right) কর্মী নন্দিনী ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়,পুরুষদের নিয়ে কাজ করতে গিয়ে এমন ঘটনা আপনাদের কাছে আসে? উত্তরে নন্দিনী বলেন,আপনারা একদিন আমাদের অফিসে আসুন দেখবেন কত পুরুষ এমন ঘটনার শিকার হচ্ছেন প্রতিদিন। এমন আরও অনেক আতুল সুভাষ হতে পারে আইন না বদল হলে। সন্তানকে দেখতে চাইলে বাবাকে ৫ হাজার টাকা দিতে হয়, এমন পুরুষও রয়েছে।
আরও পড়ুন: Tea Drinking Habits: চায়ের সঙ্গে বিষ পান করছেন না তো! সতর্ক করছেন টি টেস্টার নবারুণ গুপ্ত
অনেক ঘটনা
কেউ হয়তো ডাক্তার তিনি বলেন, আমি একটা বেশি চেম্বার করে নেব তবু ৫ হাজার টাকা দিয়ে হলেও সন্তানকে দেখতে চাই। নন্দিনী সকলকে সচেতন করে বলেন, কোনও পুরুষের সঙ্গে এমন হলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আরও পড়ুন: Hooghly: বাবা-মা-বোনকে নৃশংসভাবে খুন, দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ চুঁচুড়া আদালতের
পুরুষের জন্য নতুন আইন?
পুরুষের জন্য কি নতুন আইন হবে? আমরা এই প্রশ্ন করেছিলাম দীর্ঘদিন ধরে পুরুষদের নিয়ে কাজ করা নন্দিনী ভট্টাচার্যকে। এই প্রশ্নে নন্দিনী বলেন,আমরা পুরুষদের জন্য সামাজিক সম্মান ও সুরক্ষা চাই।সেটা যেভাবেই হোক। আমরা প্রথম দাবি জানাচ্ছি একটি মেন’স কমিশন তৈরি করার জন্য। তাহলে পুরুষদের কথা কে আমরা তুলে ধরতে পারবো। তিনি বলেন, এই সমাজে মেয়েদের জন্য যত আলোচনা হয় তত কথা পুরুষদের নিয়ে হয় না, তার মানে এটা নয় পুরুষ অত্যাচারিত হয়। পুরুষরা বলতে পারে না। বহু পুরুষ যে অত্যাচারিত সেটা অতুল সুভাষের আত্মহত্যা আবার প্রমান করে দিল।