Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০১১ সালে, ৩৭ বছর বয়সী এই ফুটবল তারকা শেষবার ভারতে এসেছিলেন (Messi in India)। সেই সময়ে তিনি কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছিলেন।
কোথায় খেলা হবে? (Messi in India)
লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা ফুটবল দল এই বছর ভারতের কেরালায় দুটি প্রদর্শনী ম্যাচ খেলবে। এই দুটি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল পাবে ১০০ কোটি টাকা (Messi in India)। দৈনিক ভাস্করের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আর্জেন্টিনা দলকে রাখা হবে একটি সম্পূর্ণ সাত-তারা হোটেলে। সেখানে বাইরের কারও প্রবেশের অনুমতি থাকবে না।
শেষবার কবে এসেছিলেন মেসি? (Messi in India)
২০১১ সালে প্রথমবার মেসি ভারতে এসেছিলেন (Messi in India)। তখন তিনি বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলেছিলেন কলকাতায়। ভেনেজুয়েলার বিপক্ষে সেই ম্যাচে সল্টলেক স্টেডিয়ামে আর্জেন্টিনা ১-০ গোলে জয় পেয়েছিল। লিওনেল মেসি এখন পর্যন্ত সর্বোচ্চ ৮ বার ব্যালন ডি’অর জিতেছেন। ২০২২ সালে তার নেতৃত্বেই আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছিল। ফ্রান্সের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
আরও পড়ুন: IPL Betting: আবারও IPL বেটিং চক্র, এবার ফারাক্কা থেকে গ্রেফতার ৯
আর্জেন্টিনার প্রতিপক্ষ কে?
কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান কয়েকদিন আগেই এই বড় ঘোষণা করেছিলেন। তবে এখনও আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়নি। যে দল আর্জেন্টিনার বিপক্ষে খেলবে, তারা পাবে ৫০ কোটি টাকা।
আরও পড়ুন: Manjrekar on Dhoni: ধোনির ব্যাটিং পজিশন নিয়ে বিতর্ক, কটাক্ষ মাঞ্জরেকারের
আর্জেন্টিনা ফুটবল সংস্থার প্রতিক্রিয়া
আর্জেন্টিনা ফুটবল সংস্থার (AFA) সভাপতি ক্লাউদিও ফাবিয়ান তাপিয়া এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দ্য ডেকান হেরাল্ডকে বলেন, “AFA-এর আন্তর্জাতিক সম্প্রসারণের ক্ষেত্রে এটি একটি নতুন মাইলফলক। HSBC-এর সঙ্গে আমাদের নতুন চুক্তি ভারত ও সিঙ্গাপুরে আমাদের দলের জন্য নতুন সুযোগ তৈরি করবে। ২০২৫ এবং ২০২৬ সালে আমরা এই অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে চাই।” HSBC এখন আর্জেন্টিনা জাতীয় দলের নতুন স্পনসর।