ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি সামনে এসেছে এক (Indian fisherman death in Pakistan Jail) চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানের জেলে মৃত্যু হয়েছে এক ভারতীয় মৎস্যজীবীর। ২০২২ সালে পাকিস্তান গ্রেফতার করেছিল তাঁকে।
কোথায় ছিলেন ওই মৎস্যজীবী? (Indian fisherman death in Pakistan Jail)
ওই মৎস্যজীবীকে করাচির একটি জেলে রাখা (Indian fisherman death in Pakistan Jail) হয়েছিল। তার নাম ছিল বাবু। জানা গিয়েছে, ইতিমধ্যেই সাজার মেয়াদ পূরণ হয়ে গিয়েছিল বাবুর। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় ওই মৎস্যজীবীকে ভারতে ফেরত পাঠায়নি পাকিস্তান। সরকারি সূত্র মারফত জানা গিয়েছে বৃহস্পতিবার ওই মৎস্যজীবী মারা গিয়েছেন। রিপোর্ট বলছে, পাকিস্তানের জেলে গত দু’বছরে আট জন ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু হয়েছে।
দেশে ফেরার অপেক্ষায় ১৮০ ভারতীয় (Indian fisherman death in Pakistan Jail)
পাকিস্তানের জেলে বন্দী ভারতীয় মৎস্যজীবীদের (Indian fisherman death in Pakistan Jail) মধ্যে অনেকেই রয়েছেন যারা সম্পূর্ণ সাজার মেয়াদ শেষ করেছেন, তবুও এখনও দেশে ফিরতে পারেননি। তাদের মধ্যে একজন হলেন বাবু, যিনি দীর্ঘদিন পাকিস্তানের জেলে বন্দী থাকার পরও দেশে ফিরতে পারেননি। পাকিস্তানেই মৃত্যু হয়েছে তাঁর। সরকারি সূত্রে জানা গেছে, এমন প্রায় ১৮০ জন ভারতীয় মৎস্যজীবী এখনও পাকিস্তানের জেলে বন্দী আছেন এবং তারা দ্রুত তাদের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। এই পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ, পাকিস্তান তাদের সাজার মেয়াদ শেষ করা ভারতীয় মৎস্যজীবীদের ফিরিয়ে না নিয়ে দীর্ঘ সময় আটকে রাখছে। ভারত সরকার বারবার পাকিস্তানকে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য অনুরোধ জানিয়ে আসছে, তবে এখনও কোনও সুনির্দিষ্ট সমাধান হয়নি।
আরও পড়ুন: Bangladesh-Pakistan: পাক-বাংলাদেশ সামরিক সম্পর্ক? কড়া নজর সতর্ক ভারতের
বিদেশ মন্ত্রকের চাঞ্চল্যকর রিপোর্ট
এছাড়া, গত বছরের ডিসেম্বরে ভারতের বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করেছিল, যেখানে পাকিস্তানের জেলে (Indian fisherman death in Pakistan Jail) বন্দী ভারতীয় মৎস্যজীবীদের সংখ্যা নিয়ে আপডেট দেওয়া হয়। সেই সময় জানানো হয়েছিল, ১ জুলাইয়ের হিসাব অনুযায়ী, মোট ২১১ জন ভারতীয় মৎস্যজীবী, যাদের মধ্যে কয়েকজন সন্দেহভাজন ভারতীয় নাগরিকও রয়েছে, পাকিস্তান তাদের আটক করেছে। দু’দেশের মধ্যে একটি চুক্তি রয়েছে, যার আওতায় প্রতি বছরের ১ জানুয়ারি এবং ১ জুলাই একে অপরকে তাদের মৎস্যজীবী এবং অন্যান্য বন্দীদের তালিকা বিনিময় করতে হয়।

বন্দী-তালিকার আদান-প্রদান
২০২৫ সালের জানুয়ারিতে পাকিস্তান থেকে ইসলামাবাদ দিল্লিতে যে তালিকা পাঠানো হয়েছে, তাতে ২১৭ জন ভারতীয় মৎস্যজীবী এবং ৪৯ জন সাধারণ বন্দীর নাম রয়েছে। এর পাশাপাশি, দিল্লি থেকে পাকিস্তানকেও একটি তালিকা পাঠানো হয়েছে, যাতে পাকিস্তানের ৮১ জন মৎস্যজীবী এবং ৩৮১ জন সাধারণ বন্দী ভারতের জেলে রয়েছেন।
সুনির্দিষ্ট সমাধানের অপেক্ষায়
এই তালিকা বিনিময় এবং বন্দী পুনর্বাসন চুক্তির আওতায় দু’দেশের মধ্যে বন্দী আদান-প্রদানের প্রক্রিয়া চলছে, তবে পাকিস্তান থেকে ভারতীয় মৎস্যজীবীদের দেশে ফেরানোর বিষয়টি এখনও সম্পূর্ণ সমাধান হয়নি। ভারতীয় মৎস্যজীবীদের মধ্যে অনেকে দীর্ঘদিন ধরে পাকিস্তানের জেলে বন্দী রয়েছেন, আর এই ধরনের পরিস্থিতি তাদের পরিবারের জন্যও অত্যন্ত কষ্টদায়ক। ভারত সরকার তাদের দেশে ফেরানোর জন্য সক্রিয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে পাকিস্তানের প্রতিক্রিয়া এবং অন্যান্য কূটনৈতিক বিষয়গুলোও এই প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে।