Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : ক্যানসারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক। নিজেই জানালেন সেই কথা (Michael Clarke)। নিজের স্বাস্থ্য সংক্রান্ত খবর জানালেন নিজের সোশ্যাল মিডিয়ায়।
ক্যানসারে আক্রান্ত অজি বিশ্বকাপজয়ী অধিনায়ক (Michael Clarke)
৪৪ বছর বয়সী অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক ক্লার্ক বুধবার ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন। সেটি অস্ত্রোপচারের পরের ছবি। সেখানে দেখা যাচ্ছে ক্লার্কের নাকের পাশে অস্ত্রোপচার হয়েছে। ক্যানসারে আক্রান্ত অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। ত্বকের ক্যানসারে আক্রান্তের কথা তিনি নিজেই জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়া পোস্টে। তার পাশাপাশি সবাইকে নিজের স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ দিয়েছেন এই প্রাক্তন অজি অধিনায়ক (Michael Clarke)।
মাইকেল ক্লার্ক নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন ‘স্কিন ক্যানসারের বিষয়টা সত্যি। বিশেষ করে অস্ট্রেলিয়ায়। ‘আজ আমার নাক থেকে আর একটা কেটে বাদ দেওয়া হয়েছে।’ তিনি নিজের স্বাস্থ্য সংক্রান্ত খবর জানানোর পাশাপাশি সবাইকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কথা বলেছেন। ক্লার্ক বলেছেন ‘প্রতিকারের চেয়ে সচেতনতা ভাল’।
আরও পড়ুন : Vaishno Devi Landslide : জম্মু-কাশ্মীরের বৈষ্ণোদেবী যাত্রাপথে ভয়াবহ বন্যা ও ভূমিধস, মৃত্যু অন্তত ৩৪
তিনি বলেন সঠিক সময়ে রোগ নির্ণয় তার জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনই সঠিক সময়ে রোগ ধরা পড়লে সেটা চিকিৎসার জন্যও গুরুত্বপূর্ণ। চিকিৎসকের প্রতি নিজের কৃতজ্ঞতার কথাও জানিয়েছেন প্রাক্তন অজি তারকা। ২০০৬ সালে তাঁর প্রথম এই রোগ ধরা পড়েছিল। তার পর থেকে প্রায় ১২ বার ক্যানসার অপসারণ করা হয়েছে (Michael Clarke)।

তাঁর নেতৃত্বে ২০১৩-২০১৪ সালে অ্যাশেজ সিরিজ জয় করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ২০১৫ সালে বিশ্বকাপ জেতে ক্লার্কের নেতৃত্বে। আগ্রাসী কৌশলের জন্য সুপরিচিত ছিলেন ক্লার্ক। অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার হিসাবে মানা হয় তাকে। ক্রিকেট ইতিহাসে চর্চিত নাম ক্লার্ক (Michael Clarke)।
দেশের হয়ে ১১৫ টেস্ট, ২৪৫ ওয়ান ডে ও ৩৪ টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মাইকেল ক্লার্ক। টেস্টে তার সংগ্রহে রয়েছে ৮৬৪৩ রান ও ওয়ানডেতে ৭৯৮১ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ৯৪ উইকেটও রয়েছে ক্লার্কের খাতায়। টেস্টে ২৮ শতরান রয়েছে এই প্রাক্তন অজি ব্যাটারের। ব্যক্তিগত সর্বোচ্চ রান ৩২৯ অপরাজিত। ওয়ানডে ক্রিকেটে রয়েছে ৮ শতরান ও ৫৮টি অর্ধশতরান। ব্যক্তিগত সর্বোচ্চ রান তার ১৩০ (Michael Clarke)।