ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মিমিকে এমন লুকে আগে দেখা যায়নি। রক্তাক্ত চেহারা। হাতে দা। রীতিমত রণং দেহি মেজাজে টলি সুন্দরী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) । যে মিমিকে কিছুদিন আগেই মানুষ চিনেছিল মধুমাসের ‘দুষ্টু কোকিল’ সাজে। সেই মিমি এখন হয়ে গেলেন কিনা ‘ডাইনি’ (Dainee) ! কিন্তু কেন? প্রকাশ্যে এল টিজার। টিজার দেখেই দর্শক বুঝে গেল, কেন মিমি এমন রণং দেহি মূর্তি ধারণ করতে বাধ্য হয়েছেন।
পর্দায় দুই বোনের গল্প (Mimi Chakraborty)
টিজারে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মিমি (Mimi Chakraborty)। ক্ষতবিক্ষত মুখ। ব্যাকগ্রাউন্ড থেকে মিমি বলছেন “মা বলতো ওকে আগলে রাখার দায়িত্ব আমার। আমি কোনদিনও মানিনি। ছোট থেকে ভাবতাম ও অপয়া, ছোটলোক। হঠাৎ একদিন মাকে ভগবান নিয়ে চলে গেল। আর তারপর আমিও ওকে এই নরকে রেখে পালিয়ে গেলাম। তারপর ওর দিকে ঘুরেও তাকাইনি”। আসলে পর্দায় গল্প আবর্তিত হবে দুই বোনকে কেন্দ্র করে। সামনে এসেছে দুই বোনের শৈশবের কিছু স্মৃতি। এক বোনের নাম পাতা, আর এক বোনের নাম লতা। পাতার ভূমিকায় রয়েছেন মিমি। নিজের বোনকে বাঁচাতেই তিনি এমন রূপ ধারণ করেছেন।
রিয়েল চরিত্র রিলে! (Mimi Chakraborty)
এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। ডাইনি’র পরিচালক নির্ঝর মিত্রের (Nirjhar Mitra) মায়ের নাম পাতা এবং মাসির নাম লতা (Mimi Chakraborty)। রিয়েল লাইফের দুই নামকেই তিনি পর্দায় তুলে ধরেছেন। যেখানে দেখা যাবে, দুই বোনের সম্পর্কের জটিলতা। তবে দুই বোনের সম্পর্কের মাঝে এত তিক্ততা কেন? কেনই বা শৈশবটা দুই বোন একসাথে উপভোগ করতে পারল না? আর কেনই বা মিমির বোন এত বড় বিপদে পড়ল, এই সব প্রশ্নের উত্তরের জন্য আপাতত দর্শককে অপেক্ষা করতে হবে আগামী ১৪ই মার্চ পর্যন্ত। কারণ ওই দিনই হইচই’য়ের (Hoichoi) পর্দায় মুক্তি পাবে মিমি অভিনীত ‘ডাইনি’।
আরও পড়ুন: Atif Aslam: পাকিস্তানে দুরবস্থা, নেই কনসার্ট! তাই কি রাস্তায় দাঁড়িয়ে গান করছেন আতিফ আসলাম?
মিমির দ্বিতীয় ওয়েব সিরিজ
এই সিরিজের শুটিংয়ের ক্ষেত্রে বিশেষ ভাবে গুরুত্ব পেয়েছে উত্তরবঙ্গ। ‘ডাইনি’ মিমির প্রথম ওয়েব সিরিজ নয়। এর আগেও তিনি হইচইয়ে ‘যাহা বলিব সত্য বলিব’ ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন। ‘ডাইনি’ মিমির দ্বিতীয় ওয়েব সিরিজ।
আরও পড়ুন: Kakababu: কাকাবাবু রূপে ফিরছেন প্রসেনজিৎ, কিন্তু সৃজিতের আসনে অন্য কেউ
অনুরাগীদের শুভেচ্ছা বার্তা
‘ডাইনি’তে মিমির এহেন লুক দেখে কার্যত চমকে গিয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা। ২১শে ফেব্রুয়ারি এই ভাষা দিবসে সামনে এসেছে মিমির এমন লুক। যা দর্শক মহলে যথেষ্ট প্রশংসা কুড়োচ্ছে। মিমি নিজেও তাঁর সোশ্যাল মিডিয়ায় ডাইনির টিজার শেয়ার করেছেন। কমেন্ট বক্সে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা। এক অনুরাগী তো আবার মন্তব্য করে লিখেছেন “বুলবুল সিনেমার মতো লাগছে”।