ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তামিলনাড়ুতে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। এক বিজেপি নেত্রীর (BJP Leader Killed) মাথা কেটে নিল দুষ্কৃতীরা। সোমবার বাড়ি থেকে কিছুটা দূরে নেত্রীর মাথা কাটা দেহ উদ্ধার হয়। স্থানীয়েরাই প্রথমে নেত্রীর দেহ পড়ে থাকতে দেখেন। তার পরই পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে কাটা দেহ উদ্ধার করে।
রাজনৈতিক কারণেই খুন হতে হয়েছে? (BJP Leader Killed)
নেত্রীর মৃত্যুর পরই এলাকার রাজনৈতিক পরিস্থিতি সরগরম হতে শুরু করে। নেত্রীর ঘনিষ্ঠেরা দাবি করেন, রাজনৈতিক কারণেই খুন হতে হয়েছে সারান্যাকে (BJP Leader Killed)। যদিও পুলিশ বলছে, এটি কোনও রাজনৈতিক খুন নয়। ব্যক্তিগত শত্রুতার জেরেই খুন হতে হয়েছে বিজেপি নেত্রীকে। প্রাথমতিক তদন্তে পুলিশ জানতে পারে, নেত্রীর পরিচিতদের কেউ এই ঘটনায় জড়িত। ঘটনাচক্রে, মঙ্গলবার সকালে থানায় আত্মসমর্পণ করেন নেত্রীর সৎছেলে এবং তাঁর দুই সঙ্গী।
সশস্ত্র কয়েক জন নেত্রীকে ঘিরে ধরেন (BJP Leader Killed)
পুলিশ জানিয়েছে, মৃতের নাম বি সারান্যা (৩৮)। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, সশস্ত্র কয়েক জন নেত্রীকে ঘিরে ধরেন। তার পর তাঁর উপর হামলা চালায়। মাদুরাইয়ের বাসিন্দা সারান্যা। তাঞ্জাভুর জেলার পাট্টুকোট্টাইয়ে স্বামীর সঙ্গে থাকতেন। সেখানেই একটি দোকান চালাতেন। সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তাতেই তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
পারিবারিক কোনো বিবাদ থেকেই খুন?
পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবার এবং দলের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই খুনের পিছনে কারন কী তা জানা যায়নি। পারিবারিক কোনো বিবাদ থেকেই খুন হতে হল বিজেপি নেত্রীকে এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন: Kali Weapon: ভারতের রহস্যময় অস্ত্র “KALI”! ধ্বংসাত্মক এই অস্ত্রে ধরাশায়ী যেকোনো শত্রু?