ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইরানে গিয়ে ‘নিখোঁজ’ হলেন তিন ভারতীয়(Missing Indians in Iran)। ব্যবসার জন্য সেই দেশে পা রাখার কিছু পর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তাঁদের পরিবার। শুক্রবার এই খবর জানিয়েছেন বিদেশ মন্ত্রক। তিনি বলেছেন, নিখোঁজ ব্যবসায়ীদের খুঁজে বের করার জন্য ইরান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
ডিসেম্বর মাসে ইরানে গিয়েছিলেন (Missing Indians in Iran)
২০২৪ সালের ডিসেম্বর মাসে ইরানে(Missing Indians in Iran) গিয়েছিলেন যোগেশ পাঞ্চাল এবং মহম্মদ সাদিক। সম্প্রতি ইরান সরকার ভারতীয়দের জন্য ভিসামুক্তি প্রকল্প চালু করেছিল। ১৫ দিনের সেই প্রকল্পের সুবিধা নিয়েই যোগেশ এবং সাদিক ইরানের উদ্দেশে রওনা দেন। তেহরানে একটি হোটেলে উঠেছিলেন তাঁরা। তার পর থেকে তাঁদের আর খোঁজ মেলেনি। চলতি বছরের জানুয়ারি মাসে ইরানে গিয়েছিলেন সুমিত সুদ। কিন্তু জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পরিবারের। তাঁরা সকলেই ব্যবসার কাজে গিয়েছিলেন বলে জানা গেছে।
তেহরানে পৌঁছে যোগাযোগ বিচ্ছিন্ন (Missing Indians in Iran)
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নিখোঁজ তিন ব্যক্তিই ব্যবসার কাজে ইরানে গিয়েছিলেন। কিন্তু, তেহরানে পৌঁছনোর পরপরই তাঁদের সঙ্গে তাঁদের পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফোনে বারবার চেষ্টা করেও তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তাঁদের আত্মীয়স্বজন(Missing Indians in Iran)।
আরও পড়ুন:Musk Sleeps at DOGE Office: খরচ কমাতে কড়া সিদ্ধান্ত! সরকারি দফতরে ঘুমাচ্ছেন এলন মাস্ক
ভারতীয়ের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ
নয়াদিল্লিতে ইরানের দূতাবাসকে বিষয়টি জানানো হয়েছে। যোগাযোগ করা হয়েছে ইরানের বিদেশ মন্ত্রকের সঙ্গেও। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস সে দেশের সরকারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছে। নিখোঁজ তিন ভারতীয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইরান কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে বলে জানা যাচ্ছে। MEA অনুসারে, ইরানে আসার পর তাদের পরিবার তাদের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। “বিষয়টি দিল্লিতে ইরানের দূতাবাস এবং তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে উত্থাপিত হয়েছে। MEA এবং তেহরানে ভারতীয় দূতাবাস ইরানের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখেছে এবং নিখোঁজ ভারতীয় নাগরিকদের সনাক্ত করতে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সহায়তার জন্য অনুরোধ করেছে। “
আশ্বাস জয়শঙ্করের
জানুয়ারিতে ভারত সফরে এসেছিলেন ইরানের জুনিয়র উপ-বিদেশমন্ত্রী মাজিদ রাভাঞ্চি। তিন ভারতীয়ের বিষয়টি তাঁর সামনে উত্থাপন করেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্বয়ং(Missing Indians in Iran)। তবে এখনও ওই তিন জনের খোঁজ পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্বয়ং এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের খুঁজে বের করবেন এই আশ্বাস দিয়েছেন।