Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আচমকা টি-টোয়েন্টি থেকে নিজের অবসর ঘোষণা করলেন মিচেল স্টার্ক। অবসরের ঘোষণায় মনখারাপ ক্রিকেট সমর্থকদের (Mitchell Starc)।
অবসর ঘোষণা অজি তারকার (Mitchell Starc)
ভারতীয় ক্রিকেটে যেন অবসরের হাওয়া বইছে। একদিকে যেমন পূজারা সব ধরণের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তেমনই অন্যদিকে আইপিএল থেকে অবসর নিয়েছেন অশ্বিন। এবার সেই অবসরের হাওয়া অজি ক্রিকেটে। মঙ্গলবার হঠাৎ করেই টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc)।
ক্রিকেট সমর্থকদের মনখারাপের কারণ তার অবসর। যদিও তিনি টেস্ট ও ODI ক্রিকেট খেলবেন। এবং এই দুই ক্রিকেটকেই প্রাধান্য দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন (Mitchell Starc)।
অস্ট্রেলিয়ার জার্সিতে মিচেল স্টার্ক ৬৫টি টি-টোয়েন্টি খেলেছেন, তার ঝুলিতে রয়েছে ৭৯টা উইকেট। তার সংগ্রহে থাকা ৭৯টি উইকেট অস্ট্রেলিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট। ২০২১ সালে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় ছিল তার গুরুত্বপূর্ণ অবদান। দেশের হয়ে ২০ ওভারের ক্রিকেটে শেষ ম্যাচ খেলতে দেখা যায় তাকে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

আরও পড়ুন : East Bengal: ডার্বির তারকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো দল, বড় ঘোষণা লাল-হলুদের
অ্যাশেজ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ২০২৭ সালে ODI বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা রয়েছে সামনে। সেটাকে প্রাধান্য দিতেই তিনি টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৬ সালে অস্ট্রেলিয়া ক্রিকেটে একাধিক বড় ম্যাচ রয়েছে এবং ২০২৭ সালেও রয়েছে বিশ্বকাপের পাশাপাশি বড় ম্যাচ আর সেখানেই নিজের সেরাটা দেওয়ার লক্ষ্যে স্টার্ক বিদায় জানালেন টি-টোয়েন্টিকে (Mitchell Starc)।
স্টার্ক লিখেছেন ‘টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি (Mitchell Starc)। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ, সেবার শুধু শিরোপা জেতার কারণে উপভোগ করেছি তা না, বরং দলে থাকা অসাধারণ সতীর্থ আর দারুণ স্মৃতিগুলোর জন্য সেই টুর্নামেন্ট ছিল উপভোগ্য।’