ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জি বাংলায় (Zee Bangla) এখন একগুচ্ছ নতুন ধারাবাহিকের (Serial) ভিড়। খুব শীঘ্রই একের পর এক ধারাবাহিক শুরু হতে চলেছে (Mithijhora)। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কোন কোন ধারাবাহিকে কোপ পড়বে ? কারণ নতুন আশা মানে, পুরনোকে জায়গা ছাড়তেই হবে। সেই তালিকায় কি মিঠিঝোরা (Mithijhora) রয়েছে? সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে গুঞ্জন, খুব শীঘ্রই নাকি মিঠিঝোরা শেষ হয়ে যাচ্ছে। পর্দায় নাকি আর দেখা যাবে না, রাই (Rai) আর অনির্বাণের (Anirban) কেমিস্ট্রি।
প্রায় দুই বছরের পথ চলা (Mithijhora)
টলি ইন্ডাস্ট্রিতে একের পর এক ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া একেবারেই অস্বাভাবিক নয় (Mithijhora)। সাম্প্রতিক সময় নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, কোনও ধারাবাহিকের মেয়াদ তিন মাস, কারোর ছয় মাস, কারোর বা সাকুল্যে এক বছর। সেই তালিকায় বলতে গেলে মিঠিঝোরা বেশ ভালো জায়গাতেই রয়েছে। সেই ২০২৩ সালের নভেম্বর মাসের শুরু হয়েছিল এই ধারাবাহিক। প্রায় দু বছর হতে চলল। এখনও দর্শক পর্দায় রাই আর অনির্বাণের কাহিনী দেখতে পছন্দ করছে।
শেষ হচ্ছে মিঠিঝোরা! (Mithijhora)
সম্প্রতি টলিউডের অন্দরে গুঞ্জন উঠেছে, খুব শীঘ্রই নাকি মিঠিঝোরার (Mithijhora) ঝাঁপ বন্ধ হতে চলেছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কিছুদিন আগেই তো রাই আর অনির্বাণের পুনরায় মিলন হল। সমস্ত রাগারাগি অভিমান ভুল বোঝাবুঝি মিটিয়ে তারা একে অপরের কাছে এসেছে। তবে কি এই ভাবেই শেষ হবে ধারাবাহিক? সম্প্রতি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের শুটিং শেষ হয়ে গিয়েছে। যে পর্ণা আর সৃজনের কাহিনিকে দর্শক এত ভালোবাসা দিয়েছিল এবং শেষপর্যন্ত দিয়েছে, সেই ধারাবাহিকও কিন্তু বন্ধ হয়েছে। এমনকি অন্তিম পর্ব দেখানো হয়েছে ‘মালা বদল’ ধারাবাহিকে। অপরদিকে সময় পরিবর্তন হয়েছে ‘আনন্দী’ ধারাবাহিকের।
অপেক্ষায় নতুন ধারাবাহিক
এই মুহূর্তে জি বাংলার পর্দায় আসার জন্য অপেক্ষা করছে দুটি নতুন ধারাবাহিক। প্রথমত, দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলের ‘তোমাকে ভালোবেসে’। দ্বিতীয়ত রুবেল দাস এবং মোহনা মাইতির ‘তুই আমার হিরো’। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মানালি দে’র ‘দুগ্গামণি ও বাঘ মামা’।
আরও পড়ুন: Anindita-Sudip: অনিন্দিতা-সুদীপের ঘরে নতুন সদস্য, ছেলে হল নাকি মেয়ে?
সম্প্রচারের সময় বদল
মিঠিঝোরা ধারাবাহিক এখনই বন্ধ হচ্ছে না। কারণ ইতিমধ্যেই চ্যানেলের তরফ থেকে বলে দেওয়া হয়েছে, ‘মিঠিঝোরা’র সময় পরিবর্তন হয়েছে। সোম থেকে শুক্র, রাত দশটা পনেরো মিনিট দেখানো হচ্ছে এই ধারাবাহিক। যে প্রোমোটা সামনে এসেছে, সেখানে দেখা যায় রাই এবং অনির্বাণের সংসারে আসছে নতুন সদস্য। অর্থাৎ তারা বাবা-মা হতে চলেছে। অপরদিকে তাদের সুখের সংসারে অশান্তি সৃষ্টি করতে নতুন করে ষড়যন্ত্র রচনা করছে নীলাঞ্জনা। অর্থাৎ রাইয়ের নিজের বোন। আপাতত এই ধারাবাহিকে মূল খলনায়িকার চরিত্রে দেখা যাচ্ছে নীলাঞ্জনাকে। যে ধারাবাহিকের মুখ্য চরিত্রগুলোর জীবন ওলট-পালট করে দিতে একের পর এক পরিকল্পনা করেই চলেছে। ‘মিঠিঝোরা’ ধারাবাহিক যে বন্ধ হতে চলেছে, এমন কোনও খবর চ্যানেলের তরফ থেকে পাওয়া যায়নি।