ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আরাত্রিকা মাইতি অর্থাৎ (Mithijhora Upcoming Episode) পর্দার রাইয়ের (Rai) জীবনে আবারও কি অঘটনের ছায়া? বোন নীলু এখন দিদির বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র করছে না। রাই এখন রয়েছে তার শুভাকাঙ্ক্ষীদের মাঝে। কিন্তু তারপরেও যেন বিপদ পিছু ছাড়ছে না তার। এবার রাইয়ের সাথে কী হতে চলেছে? আগামী পর্বে কী ঘটবে ‘মিঠিঝোরা’য় (Mithijhora) ?
মিঠিঝোরায় ধুন্ধুমার পর্ব (Mithijhora Upcoming Episode)
অনির্বাণ (Mithijhora Upcoming Episode) আর অপেক্ষা করতে পারছে না। কবে তার ছোট্ট ছানা আসবে, সেই অপেক্ষাতে অধীর হয়ে আছে সে। জমজমাট ভাবে পালন করা হবে রাইয়ের সাধ অনুষ্ঠান। কিন্তু সেখানেও যেন অশনি সংকেত। ২৪ থেকে ২৫ এপ্রিল, মিঠিঝোরায় হতে চলেছে ধুন্ধুমার পর্ব। সম্প্রচারিত হয় জি বাংলার পর্দায় রাত দশটা পনেরো মিনিটে।
নতুন অমঙ্গলের ইঙ্গিত (Mithijhora Upcoming Episode)
রাই যখন অনির্বাণকে বোঝাতে যায় সাধের অর্থ কি, ঠিক তখনই পুজোর থালা উল্টে মেঝেতে পড়ে যায়। যা দেখে ভয় পেয়ে যায় রাই। রাইয়ের মনে প্রশ্ন জাগে, তবে কি আবারও নতুন কোনও অমঙ্গলের ইঙ্গিত? ২৪ এবং ২৫শে এপ্রিল মিঠিঝোরায় হতে চলেছে জোড়া মহাপর্ব।
কী হতে চলেছে আগামী পর্বে?
আগামী পর্বে দেখবেন, পরিবারের সকলে মিলে রাইয়ের সাধের অনুষ্ঠান উদযাপন করবে। ছোট্ট অতিথির আগমনের আশায় এখন উচ্ছ্বসিত হবু বাবা-মা অর্থাৎ রাই আর অনির্বাণ। তবু আনন্দের মাঝেও শঙ্কার কাঁটা, রাইয়ের শারীরিক অবস্থা। কিছুদিন আগেই দেখানো হয়েছে, শারীরিক অবস্থার কারণে অন্তঃসত্ত্বা অবস্থাতেই রাইকে হাসপাতালে ভর্তি হতে হয়। বড় বিপদের হাত থেকে বেঁচে যায় সে। কিন্তু এখনও সে সম্পূর্ণ বিপদ মুক্ত নয়। যেন তারই ইঙ্গিত দিয়েছে নতুন প্রোমো। এখন প্রশ্ন, রাই কি পারবে স্বাভাবিক ভাবে সুস্থ সন্তানের জন্ম দিতে? নাকি ঘটবে কোনও বড় অঘটন? সেটাই দেখতে চলেছেন আগামী পর্বে।

বদলে যাচ্ছে নীলু
এর আগে রাইয়ের জীবনে একের পর এক সমস্যা সৃষ্টি করেছিল তার নিজের বোন নীলাঞ্জনা অর্থাৎ নীলু। এছাড়াও অনির্বাণ তাকে কম ভুল বোঝেনি। এখন রাইয়ের সুখের সময়। কিন্তু রাইয়ের জীবনে যেন সুখ চিরস্থায়ী নয়। তা বলে দিচ্ছে জীবনে আসা একের পর এক সমস্যা। অপরদিকে নীলু ডাকাতদের সাথে থাকলেও, ধীরে ধীরে ভালো মানুষ হয়ে উঠছে। সে আর অন্যের ক্ষতির কথা ভাবে না। তাছাড়া নীলু যাদের সাথে রয়েছে, তারা মানবতার কথা বলে। অসহায় মানুষদের উপকারের কথা ভাবে। ধীরে ধীরে নীলু বদলে যাচ্ছে। কিন্তু রাইয়ের জীবনের সমস্যার যেন বদল নেই।
কমেনি জনপ্রিয়তা
বর্তমানে মিঠিঝোরা ধারাবাহিক টিআরপির তালিকায় খুব একটা আশাপ্রদ ফলাফল না করলেও, জনপ্রিয়তায় বিন্দুমাত্র ছেদ পড়েনি। এই ধারাবাহিকের ভক্ত সংখ্যা নেহাত কম নয়। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আরাত্রিকা মাইতি এবং সুমন দে।