ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জি বাংলার (Zee Bangla) মিত্তির বাড়িতে (Mittir Bari) আসতে চলেছে ধুন্ধুমার এপিসোড (Mittir Bari Upcoming Episode)। যেখানে দেখা যাবে, ধ্রুব তার মায়ের অপমান আর সহ্য করবে না। মায়ের হাতে তুলে দেবে ডিভোর্স পেপার। ধ্রুব চায়, তার মা বাবার ডিভোর্সটা হয়ে যাক। আগামী পর্বগুলোতে মিত্তির বাড়ির অন্দরে ঠিক কী ঘটতে চলেছে? ইতিমধ্যেই চ্যানেলের তরফ থেকে প্রকাশ্যে এসেছে ধামাকাদার প্রোমো। এই ধারাবাহিকে ধ্রুবর চরিত্রে অভিনয় করছেন আদৃত রায় (Adrit Roy)।
সত্যি বলে ফেলে জোনাকি (Mittir Bari Upcoming Episode)
ইশিকার ফোন পেয়ে রিকের এনগেজমেন্ট থেকে অজয়কে বেরিয়ে যেতে দেখে ফেলে জোনাকি (Mittir Bari Upcoming Episode)। তারপর থেকেই জোনাকির মনে শুধুই অস্থিরতা। কিন্তু জোনাকির রাগ বিস্ফোরক হয়ে ওঠে, যখন অজয় বাড়ি ফিরেই তপতির উপর চড়াও হয়। জোনাকি রীতিমত রেগে আগুন হয়ে যায়। রাগের মাথায় আর সত্যিটা চেপে রাখতে পারে না। সবাইকে আসল সত্যিটা বলে দেয়।
মিত্তির বাড়িতে নতুন ঝড় (Mittir Bari Upcoming Episode)
ধ্রুবর বাবার যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, সে কথার জানার পর ধ্রুব সহ্য করবে না, তা বলাই বাহুল্য (Mittir Bari Upcoming Episode)। এক্ষেত্রে ধ্রুবর মা ছেলের সাপোর্ট পাচ্ছে। কিন্তু জোনাকির রাগের মাথায় বলে ফেলা সত্যি কথাগুলো মিত্তির বাড়িতে নতুন কোন ঝড় বয়ে আনল? তবে কি এবার সত্যি সত্যিই জোনাকির বলা সত্যিতেই ভেঙে যাবে ধ্রুবর মা-বাবার সম্পর্ক?
আরও পড়ুন: Gourab-Chintamani: জন্মদিনেই বড় সুখবর, ‘গোপাল আসছে’ গৌরব-চিন্তামণির সংসারে
জোনাকির উপর ধ্রুবর রাগ
জোনাকি তার শাশুড়ি মা’কে আশ্বাস দেয়, সব ঠিক হয়ে যাবে। সম্পর্ক মেরামতে বিশ্বাসী জোনাকি। মনে করে, সম্পর্কের মধ্যে চড়াই উতরাই থাকবে। কিন্তু সব বাধা পেরিয়ে আবার সম্পর্ককে মজবুত করে গড়ে তুলতে হবে। অপরদিকে ধ্রুব চলছে একেবারেই উল্টো পথে। সে আর মায়ের অপমান বরদাস্ত করবে না। তাই তো মায়ের সামনে নিয়ে এল ডিভোর্স পেপার। অপরদিকে জোনাকির বক্তব্য, ” মা এই সম্পর্কটাকে কোনও ভাবেই ভাঙতে দিলে চলবে না।” এই কথায় জোনাকির উপর বেশ রেগে যায় ধ্রুব। জোনাকির উপর রীতিমত চিৎকার করে ওঠে। সাবধান করে দেয় ” তুমি একদম এসবের মধ্যে ঢুকবে না। জাস্ট বেরিয়ে যাও ।”

জোনাকির চ্যালেঞ্জ
জোনাকি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসতেই দেখা হয় সঞ্জনার সঙ্গে। তখনই সঞ্জনা বলে, “আগে নিজের সম্পর্ক ঠিক করো। তারপর এই মিত্তির বাড়ির ভাঙা সম্পর্কে জুড়তে এসো।” কিন্তু সঞ্জনার চোখ রাঙানি বিন্দুমাত্র সহ্য করে না জোনাকি। সে পাল্টা সঞ্জনার আঙ্গুল ধরে জানিয়ে দেয়, ” মিত্তির বাড়ির পাহারাদার আমি। উটকো লোকজনদের কিভাবে বাড়ির বাইরে বার করতে হয়, সেটা আমি খুব ভালো করে জানি।” সঞ্জনা কে রীতিমত চ্যালেঞ্জ ছুঁড়ে দিল জোনাকি।
আরও পড়ুন: Sunny Deol: দক্ষিণী ইন্ডাস্ট্রিকে দেখে বলিউডের শেখা উচিত! বিস্ফোরক সানি দেওল

প্রতিশোধ নেবে সঞ্জনা
সঞ্জনা যে মিত্তির বাড়ির সমস্ত সম্পর্ক ওলট পালট করে দিতে এসেছে, তার আভাস আগেই পাওয়া গিয়েছে। কারণ সঞ্জনার দুর্বলতা এখনও ধ্রুবর উপরেই রয়েছে। কিন্তু সে বিয়ে করতে চলেছে ধ্রুবর ভাইকে। শুধুমাত্র প্রতিশোধ নেবে বলে। আগামী ২৯ থেকে ৩১ শে মার্চ, মিত্তির বাড়িতে যে ধুন্ধুমার কাণ্ড হতে চলেছে, তা বলাই বাহুল্য।