ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হাজারো ষড়যন্ত্র করেও বারংবার বেঁচে যাচ্ছে রঘু রাই (Mittir Bari Upcoming Episode)। জোনাকি আর ধ্রুবকে একের পর এক আঘাত হানছে। কখনও ঘুরে পথে, তো কখনও সামনাসামনি। তবে এবার রঘু রাইয়ের সমস্ত জারিজুরি শেষ হতে চলেছে। ‘মিত্তির বাড়ি’তে (Mittir Bari) আসতে চলেছে টানটান পাঁচ দিন। আগামী ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি, রাত নটায় মিত্তির বাড়ির অন্দরে ঠিক কি ঘটতে চলেছে? পুষ্পা স্টাইলে ধ্রুব এবার মাত দেবে রঘু রাইকে। রঘু রাইয়ের পালানোর আর কোনও উপায় নেই। ধ্রুবর পাশে আছে জোনাকি। তার সাজেও দেখা গেল দক্ষিণী স্টাইল।
মিত্তির বাড়িতে আসছে ধামাকা (Mittir Bari Upcoming Episode)
নতুন বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ মিত্তির বাড়ির জন্য ভীষণ স্পেশাল (Mittir Bari Upcoming Episode)। এমনটাই মনে করছেন এই ধারাবাহিকের অনুরাগীরা। এই ধারাবাহিকের বয়স খুব বেশি নয়। ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছে জি বাংলার এই মেগা। সম্প্রচারিত হয় সোম থেকে শনি রাত ন’টার সময়। একের পর এক ক্লাইম্যাক্স এই ধারাবাহিকে লেগেই রয়েছে। দর্শক থেকে শুরু করে অনুরাগীদের জন্য থাকে নতুন নতুন চমক। কিছুদিন আগেই ধ্রুব এবং জোনাকির বিয়েকে কেন্দ্র করে মিত্তির বাড়িতে ছিল নানান টানটান ঘটনা।
ধ্রুব-জোনাকির জীবনে ঝড় তুলেছে রঘু রাই (Mittir Bari Upcoming Episode)
জোনাকি আর ধ্রুবর সম্পর্ক যখন সবাই মেনে নিতে শুরু করেছে, তখন তাদের জীবনে নতুন করে ঝড় তুলেছেন রঘু রাই (Mittir Bari Upcoming Episode)। অপরদিকে রঘুর মেয়ে সঞ্জনা রাই ধ্রুব এবং জোনাকিকে আলাদা করতে ব্যতিব্যস্ত। মুখে ধ্রুবকে ভালোবাসে বললেও আদতে তা নয়। নিজের স্বার্থ কেন্দ্রিক ভালবাসাকে আগলে রেখেছে সে। কিন্তু জোনাকির সঙ্গে কোথাও গিয়ে পাল্লা দিতে পারছে না। ইতিমধ্যেই জোনাকি সঞ্জনার হাত ধরে উচিত শিক্ষা দিয়েছে।
আরও পড়ুন: Priyanka Chopra: ভারতের বিনোদন দুনিয়ায় আবার ফিরছেন প্রিয়াঙ্কা, পুজো দিলেন মন্দিরে
রঘুর জামিনের আর্জি খারিজ
কোর্ট চত্বরে রঘু রাই নিজের কেস নিজেই লড়েছিল। আর জোনাকির হয়ে কেস লড়েছিল ধ্রুব। কিন্তু শেষমেষ লাভ হল না। রঘু রাইয়ের জামিনের আর্জি খারিজ করে দিয়েছে আদালত। তারপরে হিয়ারিংও চলছে। কিন্তু রঘু রাইকে জব্দ করা সহজ নয়। ইতিমধ্যেই তা বুঝে গিয়েছে ধ্রুব এবং জোনাকি। রঘু রাই গা ঢাকা দিলেও, তাকে ঠিক খুঁজে পাবে তারা।
রঘুকে ধরতে মাস্টারপ্ল্যান
রঘু রাইকে ধরতে একটি বারে পুষ্পা স্টাইলে নাচতে দেখা যায় ধ্রুব এবং জোনাকিকে। যেখানে জোনাকিকে বলতে শোনা যায়, “স্বামী এখন আমরা কোন মিশনে যাব? আসামি তো হাতে নাগালের বাইরে।” তখন ধ্রুবর উত্তর দেয়, “ঘুঘুকে ধরেই রঘু রাইকে ফাঁদে ফেলতে হবে”।
আরও পড়ুন: Akshay Kumar: অক্ষয়ের সময় ভালো যাচ্ছে না! বিক্রি করে দিলেন সাধের বাড়ি
ভয়ে জোনাকি!
রঘু রাইয়ের টার্গেটে এখন জোনাকি। তার জন্য জোনাকির একটু ভয়ও পাচ্ছে। ভাবছে, তার জন্য ধ্রুবর জীবন সংকটে পড়তে পারে। যদিও ধ্রুব ভীষণ সাহসী। জোনাকিকে সাহস জোগাচ্ছে। আপাতত বোঝাই যাচ্ছে, রঘু রাইয়ের চ্যাপ্টার এখন শেষ হওয়ার নয়।