ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘মিত্তির বাড়ি’তে (Mittir Bari Upcoming Episode) এখন টানটান উত্তেজনা। ধ্রুবর (Dhrubo) মায়ের লড়াই হয়ে দাঁড়িয়েছে এখন জোনাকির লড়াই। ধ্রুবর মা অর্থাৎ তপতীকে তার প্রাপ্য সম্মান দিতে জোনাকি (Jonaki) আপ্রাণ চেষ্টা করছে। আগামী পর্বগুলোতে কী হতে চলেছে? অজয়ের বান্ধবীর বাড়িতে গেল জোনাকি। তপতীর অপমানের প্রতিবাদে কী করবে? এবার জোনাকি কি মিত্তির বাড়িতে বড় বউয়ের স্বীকৃতি পাবে?
মায়ের অপমান মানতে নারাজ ধ্রুব (Mittir Bari Upcoming Episode)
ধ্রুবর বাবা অজয় যে বিবাহ বহির্ভূত সম্পর্কের সঙ্গে জড়িয়েছে, তা সবাই জেনে গিয়েছে (Mittir Bari Upcoming Episode)। মিত্তির বাড়ির অন্দরে এখন এই নিয়ে প্রতিদিন নানান সমস্যা। কিন্তু বিষয়টা নিয়ে অজয়ের মনে সেভাবে কোনও অনুতাপ নেই। ধ্রুব তার মায়ের অপমান মেনে নিতে পারছে না। ধ্রুব চাইছে, এমন অসুস্থ সম্পর্কে থাকার থেকে বেরিয়ে যাওয়াই ভালো।
সম্পর্কের বন্ধনে বিশ্বাসী জোনাকি (Mittir Bari Upcoming Episode)
অপরদিকে তপতী শুধুমাত্র অজয়ের স্ত্রী কিংবা ধ্রুবর মা নয় (Mittir Bari Upcoming Episode)। মনে করে, সে মিত্তির বাড়ির বড় বউ। জোনাকি চাইছে, ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে। অপরদিকে ধ্রুব চাইছে তার বাবা-মা মায়ের ডিভোর্স করাতে। দু’জনের মতের মিল হচ্ছে না। তাই ধ্রুবর মতের বিরুদ্ধে গিয়ে জোনাকি তপতীকে নিয়ে চলে যাবে অজয়ের বান্ধবী ইশিকার বাড়ি। তপতীর অপমানের প্রতিবাদ করবে জোনাকি। ইশিকাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। অপরদিকে বিপদে জোনাকিকে পাশে পেয়ে তাকে আশীর্বাদ করবে তপতী। জোনাকিকে মিত্তির বাড়ির বড় বউয়ের স্বীকৃতি দেবে সে।
আরও পড়ুন: Salman Khan: হাঁটুর বয়সী নায়িকাকে নিয়েই বিপদে সলমন, ভাগ্য খারাপ যাচ্ছে সিকন্দরের!
মিত্তির বাড়িতে বড় অঘটন
মিত্তির বাড়িতে যে বড় অঘটন ঘটতে চলেছে, তা বলাই বাহুল্য। সবকিছুর মাস্টারমাইন্ড রঘু রাই। ইতিমধ্যেই তার মেয়ের সঞ্জনা মিত্তির বাড়িতে এন্ট্রি নিয়েছে। সে বিয়ে করতে চলেছে ধ্রুবর ছোট ভাইকে। অপরদিকে অজয়ের বান্ধবী ইশিকার সাথে রঘু রাইয়ের যোগাযোগ রয়েছে। রঘু রাই ইশিকাকে কথা দিয়েছে, ডিভোর্স করিয়ে মোটা অঙ্কের অর্থ পাইয়ে দেবে। তার পরিবর্তে ইশিকার জালে ফাঁসাবে অজয়কে। এক কথায় রঘু রাইয়ের প্ল্যান, মিত্তির বাড়ির ভিত ভেঙে দেওয়া। যা কিছুতেই হতে দেবে না জোনাকি। তবে জোনাকি এখনও বুঝতে পারেনি ইশিকার সঙ্গে রঘু রাইয়ের যোগ রয়েছে।
আরও পড়ুন: Kanchan-Sreemoyee: প্রকাশ্যে কাঞ্চন-শ্রীময়ীর মেয়ে! কার মতো দেখতে হল? দেখুন ছবি
ধ্রুব-জোনাকির সম্পর্কে ফাটল
বাবা মায়ের সম্পর্ককে কেন্দ্র করে ধ্রুব আর জোনাকির সম্পর্কের মাঝেও কিন্তু ফাটল দেখা দিয়েছে। আর এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে সঞ্জনা। প্রসঙ্গত, ধ্রুবর ভূমিকায় অভিনয় করছেন আদৃত রায় (Adrit Roy) । ধ্রুবর মা তপতীর ভূমিকায় অভিনয় করছেন সোনালী চৌধুরী( Sonali Chowdhury)। জোনাকির ভূমিকায় অভিনয় করছেন পারিজাত চৌধুরী।