ডাকাতির পর এবার পর্দায় হবে ভূতের উপদ্রব। বৃহস্পতিবার সকালেই শোনা গিয়েছিল, ভূতের কবলে পড়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ( Shiboprosad Mukherjee), নন্দিতা রায়ের (Nandita Roy) প্রযোজনা সংস্থা। ফেসবুক পেজ হ্যাক হয়ে গিয়েছিল। আসলে এটা ছিল নতুন চমক। ছবি প্রচারের অভিনব কৌশল। এবার নন্দিতা শিবুর ঘরে আসছে ভূতুড়ে ছবি। নাম ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ইতিমধ্যেই শিবু নন্দিতার এই অভিনব কায়দার প্রচারে তাক লেগে গিয়েছে গোটা টলিউডের। সত্যি তো ! যদি হঠাৎ করে সকালে শোনা যায়, উইন্ডোজের ফেসবুক ভূতে দখল করে নিয়েছে , সেটা তো একটু অবাকের বিষয়। নতুন ছবি কেমন হতে চলেছে? সেই কথাই থাকছে আজকের প্রতিবেদনে।
প্রযোজকের ভূমিকায় শিবু-নন্দিতা
টলিপাড়ার ফিসফাস বলছে, ঝুলিতে একটাও ভূতের ছবি নেই বলেই, শিবু-নন্দিতার জুটি ভূতের ছবির দিকে ঝুঁকল? এই প্রথম তাঁরা ভূতের ছবি বানাতে চলেছেন। আর ক্যামেরার পিছনে চোখ রাখার আগে একের পর এক ভূতের ছবি দেখে নিজেকে একটু ঝালিয়ে নিচ্ছেন ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। এই ছবিতে শিবু-নন্দিতার জুটিকে পরিচালকের ভূমিকায় নয়, দেখবেন প্রযোজকের ভূমিকায়। চিত্রনাট্য এবং সংলাপ লিখছেন জিনিয়া সেন এবং গোধূলি শর্মা।
রুপোলি পর্দায় ভূতের উপদ্রব
বলাই বাহুল্য, এবার ডাকাতির পর রুপোলি পর্দাতেও দেখতে চলেছেন ভূতের উপদ্রব। ‘বহুরূপী’ কিন্তু টলিউডে একটা মাইলস্টোন তৈরি করেছে। দীর্ঘদিন পর মানুষ ‘বহুরূপী’ দেখে করতালি দিয়েছে। কিন্তু হঠাৎ করে ভূতের ছবির পরিকল্পনা কেন? এ প্রসঙ্গে জানা যায়, সস্ত্রীক শিবপ্রসাদ এবং নন্দিতা একবার উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন। যে হোটেলে উঠেছিলেন সেটা ছিল একেবারেই শুনশান। পাহাড়ের কোল ঘেঁষে ছিল হোটেল।
ঘর গুলোতে যখন তখন অনায়াসে প্রবেশ করত মেঘ। কিন্তু সন্ধ্যে নামলেই হোটেলে খুব বেশি মানুষের দেখা পাওয়া যেত না। অধিকাংশ ঘর ছিল তালা বন্ধ। এমনই এক।গা ছমছমে সন্ধ্যায় তাঁরা তিনজন বসে এই ভূতের সিনেমা নিয়ে আলোচনা করেছিলেন। নন্দিতার সঙ্গে জিনিয়া কাহিনী চিত্রনাট্য নিয়ে মুখে মুখে একটা গল্প তৈরি করেন। তারপর সেখান থেকেই তৈরি হয়ে যায় ভানুপ্রিয়া ভূতের হোটেলের গল্পের কাঠামো।
আরও পড়ুন: Sohini Guha Roy: পরিশ্রমে বিশ্বাসী সোহিনী, ছোটো পর্দা ছেড়ে যেতে চান বলিউডে!
টলিউডের ভূতুড়ে কাণ্ডে বলিউডের ছোঁয়া
কোথাও গিয়ে একটা বাঁধা ধরা নিয়ম হয়ে গিয়েছিল, যখনই গরমের ছুটি পড়বে তখনই আসবে অরিত্রর ছবি। কিন্তু সেই নিয়মে এবার ছেদ পড়তে চলেছে। বরং পরিচালক এবার আসবেন শীতে। এই ছবির গল্পে নানান গা ছমছমে ভৌতিক কান্ড অবশ্যই থাকবে। পাশাপাশি থাকবে প্রেম এবং কৌতুক রস। কিছুটা বলিউডের ‘স্ত্রী’ কিংবা ‘ভুলভুলাইয়া’র মতো।
আরও পড়ুন: Binodiini: বিনোদিনী দেখে রুক্মিণীর মায়ের চোখে জল, মাকে কীভাবে সামলালেন অভিনেত্রী?
চলছে প্রি প্রোডাকশনের কাজ
প্রসঙ্গত, এবারের গরমের ছুটিতে মুক্তির জন্য তৈরি নন্দিতা-শিবপ্রসাদের ‘আমার বস’ ছবি। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রাখি গুলজারকে। তারপরেই আর বেশি অপেক্ষা নয়। ভৌতিক ছবির শুটিং শুরু হয়ে যাবে মে জুন মাস থেকে। এখন চলছে প্রি প্রোডাকশনের কাজ। কারা কারা অভিনয় করবেন সেই বাছাই পর্ব শুরু হয়ে গিয়েছে। শুটিং হতে পারে কলকাতা এবং উত্তরবঙ্গ জুড়ে। সেক্ষেত্রে পর্দায় উঠে আসতে পারে এই শহরের ভৌতিক বাড়ি থেকে শুরু করে ভৌতিক স্থানগুলো।