ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলবার মধ্যপ্রদেশের রাজগড় জেলায় পকেটে থাকা মোবাইল ফোন বিস্ফোরণে একজন গোলগাপ্পা বিক্রেতা আহত হন (Mobile Blast Rupture Testicles)। ঘটনার সময় অরবিন্দ তার বাইক চালাচ্ছিলেন। বিস্ফোরণের ফলে তার গোপনাঙ্গে আঘাত লাগে।
বাইক চালানোর সময় আচমকা বিস্ফোরণ (Mobile Blast Rupture Testicles)
মধ্যপ্রদেশের রাজগড় জেলায় এক যুবকের পকেটে থাকা মোবাইল ফোন আচমকা বিস্ফোরিত হয়ে যায় (Mobile Blast Rupture Testicles)। মঙ্গলবার এই ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় অরবিন্দ নামের ওই যুবক, বাইক চালাচ্ছিলেন। মোবাইল ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি রাস্তার ওপর পড়ে যান এবং মাথায় চোট পান। পাশাপাশি, বিস্ফোরণের কারণে তাঁর গোপনাঙ্গও মারাত্মকভাবে জখম হয় বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে।
গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি (Mobile Blast Rupture Testicles)
১৯ বছর বয়সি অরবিন্দকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয় (Mobile Blast Rupture Testicles)। তিনি গোলগাপ্পার (ফুচকা) দোকান চালান। ঘটনার সময় তিনি সবজি কিনে বাজার থেকে নিজ গ্রাম নয়নাওয়াড়ায় ফিরছিলেন। উড়ানখেড়ি এলাকার টোল প্লাজার কাছে পৌঁছানোর পরই মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়।
আরও পড়ুন: Chief Minister Injured: মন্দিরের সিঁড়ি ভেঙে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী! কেমন আছেন এখন?
বিস্ফোরণের ফলে তিনি ভারসাম্য হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন। পাশ দিয়ে যাওয়া কয়েকজন পথচারী দ্রুত তাঁকে উদ্ধার করেন। পরে অ্যাম্বুল্যান্সে করে সরংপুরের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে শাজাপুরের একটি হাসপাতালে রেফার করা হয়।
মোবাইল বিস্ফোরণের কারণ কী?
অরবিন্দের ভাই জানিয়েছেন, তিনি সম্প্রতি একটি পুরনো মোবাইল কিনেছিলেন। তাঁর ভাই সেই মোবাইলটি পুরো রাত চার্জে রেখে দিয়েছিলেন। সকালে সেটি পকেটে নিয়ে বাজারে গিয়েছিলেন। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি বিপদমুক্ত।
আরও পড়ুন: Job Rejection: সিইও-র ইন্টারভিউ নেবেন চাকরিপ্রার্থীর স্বামী! আজব দাবিতে তাজ্জব সংস্থার প্রধান
কী বলছেন দোকানের মালিক?
এদিকে, মীরা মোবাইল নামের এক দোকানের মালিক ভগবান সিং রাজপুত জানিয়েছেন, সাধারণত পুরনো মোবাইলের ব্যাটারি পরিবর্তন করে চাইনিজ ব্যাটারি লাগানো হয়। এই ধরনের মোবাইল মাত্র এক ঘণ্টার বেশি চার্জ করা উচিত নয়। কারণ, এতে বিস্ফোরণের ঝুঁকি থাকে।