ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সমাজমাধ্যমে বেশ পরিচিত মুখ হেমশ্রী। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা১ মিলিয়নেরও বেশি। এবার এক অনন্য যাত্রায় নামতে চলেছেন মডেল হেমশ্রী ভদ্র (Hemoshree Bhadra)। নিজের হাতেই তৈরি করেছেন সংবাদপত্র অর্থাৎ খবরের কাগজ দিয়ে পোশাক তৈরি করেছেন হেমশ্রী। এবার ওই পোশাক পরেই সারাদেশ ঘোরার পরিকল্পনা তাঁর।
সিটি অফ জয়, কলকাতা থেকে যাত্রা শুরু হেমশ্রী ভদ্রের (Hemoshree Bhadra)। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রিল তৈরি করেছেন তিনি। যা মাত্র একদিনের মধ্যেই পেরিয়েছে প্রায় তিন কোটি ভিউ। এই রিলের মাধ্যমে, তিনি ভারতের নিরাপত্তা ব্যবস্থা এবং মহিলাদের প্রতি সম্মানের প্রশ্ন তুলেছেন। এই ভিডিয়ো ভাইরাল হতেই নানা রকম মন্তব্য করতে শুরু করেন নেটাগরিকরা।
আরও পড়ুন: পুকুর সংস্কার থেকে গাড়ি কেনা, বিপুল গরমিল হিসেবে! ক্যাগ রিপোর্টে শুরু রাজনৈতিক তরজা
কেন এই পরিকল্পনা? হেমশ্রী বলেন, ‘আমি এই যাত্রার মাধ্যমে দেখতে চাই যে ভারতে মহিলারা কতটা নিরাপদে চলাফেরা করতে পারে।’ এই যাত্রাকে সমর্থন করতে ও নারী নিরাপত্তা ব্যবস্থার প্রতি সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতার আহ্বানও জানিয়েছেন মডেল হেমশ্রী ভদ্র (Hemoshree Bhadra)।