Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আসন্ন ১৫ সেপ্টেম্বর থেকে কলকাতার (Modi in WB) ফোর্ট উইলিয়ামে শুরু হতে চলেছে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতরে আয়োজিত অন্যতম গুরুত্বপূর্ণ সম্মেলন কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স (Combined Commanders’ Conference)। এই সম্মেলনের উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে থাকবেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই সম্মেলন ঘিরে রাজ্যের রাজনৈতিক ও কৌশলগত মহলে ইতিমধ্যেই উৎসাহ ও কৌতূহল তুঙ্গে।
তিনদিনব্যাপী সম্মেলন (Modi in WB)
এই তিনদিনব্যাপী (১৫-১৭ সেপ্টেম্বর) সম্মেলনে (Modi in WB) উপস্থিত থাকবেন তিন বাহিনীর প্রধানরা, চিফ অব ডিফেন্স স্টাফ (CDS) অনিল চৌহান, প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং-সহ সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকরা। সূত্রের খবর, কনফারেন্স চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে যার মধ্যে থাকবে সীমান্ত নিরাপত্তা, উত্তর-পূর্বাঞ্চলে সেনা মোতায়েন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের কৌশল এবং ভবিষ্যতের অপারেশনাল স্ট্র্যাটেজি।
মূল আলোচ্য বিষয় (Modi in WB)
সেনার ইস্টার্ন কমান্ড সূত্রে জানা গেছে (Modi in WB), পূর্বাঞ্চলীয় সীমান্তে নিরাপত্তা বাড়ানো, আন্তর্জাতিক পরিস্থিতি বিশেষত চিন সীমান্তে বর্তমান স্থিতিশীলতা বজায় রাখা এবং একাধিক অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয় এই সম্মেলনের মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে থাকবে। SCO সম্মেলনে ভারত-চিন বৈঠকের পর সীমান্তে কিছুটা স্থিতি ফিরেছে, তবে সরকার ও সেনার নজর রয়েছে উত্তর-পূর্বে।
আরও পড়ুন: Nepal Protest: নেপালের অশান্ত পরিস্থিতিতে সীমান্ত বন্ধ করল ভারত, পাঁচ রাজ্যে বাড়ানো হল সতর্কতা

ইস্টার্ন কমান্ডের মুখ্য জনসংযোগ আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, সোমবারের উদ্বোধনী অনুষ্ঠানে মোদি, রাজনাথ এবং দোভালের উপস্থিতি এই কনফারেন্সকে একটি ভিন্ন গুরুত্ব প্রদান করবে। শুধু সম্মেলনে উপস্থিত থাকাই নয়, আলাদা করে সেনা কর্তাদের সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনাও রয়েছে কেন্দ্রীয় প্রতিনিধিদের। ফোর্ট উইলিয়ামে এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন দেশজুড়ে প্রতিরক্ষা নীতি ও নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণ চলছে। পাশাপাশি অপারেশন ‘সিঁদুর’-এর মতো সাম্প্রতিক অভ্যন্তরীণ নিরাপত্তা অভিযানে কেন্দ্রীয় নেতৃত্বের সক্রিয় ভূমিকা, এই সম্মেলনে তাঁদের উপস্থিতিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।