ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কালীপুজোর দিন শহরে ফের হত্যাকাণ্ড। জোড়াবাগান থানা এলাকায় কুপিয়ে খুন এলআইসি এজেন্টকে। সেন লেন থেকে উদ্ধার হল রক্তাক্ত মৃতদেহ। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য গোটা এলাকায়।
জানা গেছে, জোড়াবাগানের চারতলা বাড়িতে দিদির সঙ্গে থাকতেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। প্রতিদিনের মতোই বৃহস্পতিবার সকালেও ভাইকে চা দিতে যান তাঁর দিদি। কিন্তু দেখা যায় দরজা ধাক্ক, দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও তাঁর কোনও সাড়া পাওয়া যায়নি। এরপর ঘরের পিছনের দরজা খুলে ঢুকতেই দেখা যায় মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নিথর দেহ। রক্তে ভেসে গিয়েছে ঘরের মেঝে।
আরও পড়ুন: দোকানের শাটার বন্ধ করে মহিলাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার যুবক
পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে সেখানে আসেন লালবাজার থেকে হোমিসাইড শাখার অফিসাররা এবং ডগ স্কোয়াড। ঘটনাস্থলে পৌঁছন ডিসি নর্থ দীপক সরকার। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করার চিহ্ন পেয়েছে পুলিশ। প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে অভিজিৎকে। বাড়ির দরজা বন্ধ থাকার পরও আততায়ী ঘরে ঢুকল কী করে? তাহলে কি পরিচিত কেউ এই খুনের নেপথ্যে? তদন্ত করে দেখছেন পুলিশ কর্তারা।
দীপাবলির সকালে শহরে মিলল রক্তাক্ত দেহ, কুপিয়ে খুন এলআইসি এজেন্টকে!
Leave a Comment
Leave a Comment