ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রাহুল গান্ধী দাবি করেছেন যে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দুই থেকে তিনবার দেখা করার পর এবং “একই ঘরে তাঁর সঙ্গে বসার পর” তিনি বুঝতে পেরেছিলেন (Modi not a big problem) যে প্রধানমন্ত্রী কখনই “বড় সমস্যা” নন। এরপর তিনি আরও বলেন, “দম নেহি হ্যায়” (তার সাহস নেই)।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর (Modi not a big problem)
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুক্রবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে (Modi not a big problem) এক সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে “শুধু দেখনদারি” বলে আখ্যা দেন। তিনি বলেন, “ওঁকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, অথচ ভিতরে কোনো বিশেষ কিছু নেই।” রাহুল গান্ধী দাবি করেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দুই-তিনবার সাক্ষাৎ করার পরেই তিনি বুঝে গেছেন যে, “মোদী কোনও বড় সমস্যা নন।” এরপর তিনি বলেন, “দম নেই ওঁর।”
“গোটা মিডিয়া মোদীকে ফুলিয়ে-ফাঁপিয়ে তুলেছে” (Modi not a big problem)
রাহুল গান্ধী বলেন (Modi not a big problem), “প্রধানমন্ত্রী সম্পর্কে কোনও ভয় বা জাঁকজমক নেই। সংবাদমাধ্যম ওঁকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছে এবং কৃত্রিমভাবে তাঁকে বড় করে দেখানো হয়েছে।”
আরও পড়ুন: CDS: ‘শস্ত্র’ ও ‘শাস্ত্র’-র যুগে ভারত! পাকিস্তানকে বিশেষ বার্তা সিডিএস চৌহানের
প্রশাসনে বঞ্চিত শ্রেণির প্রতিনিধিত্ব নিয়ে অভিযোগ
রাহুল গান্ধী আরও বলেন, “দেশের জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ হল দলিত, পিছিয়ে পড়া শ্রেণি, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়। কিন্তু বাজেট তৈরির পর যখন ‘হালুয়া’ বিলি হয়, সেই সময় এই ৯০ শতাংশের একজন প্রতিনিধি পর্যন্ত সেখানে থাকেন না।” তিনি বলেন, “আপনারাই হালুয়া বানাচ্ছেন, অথচ খাচ্ছে অন্যরা। আমরা বলছি না তারা যেন না খায়, কিন্তু অন্তত আপনাদেরও কিছু পাওয়া উচিত।”
তেলেঙ্গানার তথ্য তুলে ধরলেন রাহুল
তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের মাধ্যমে প্রাপ্ত তথ্য তুলে ধরে রাহুল গান্ধী বলেন, “এসসি, এসটি ও ওবিসি শ্রেণির মানুষ কোটি কোটি টাকার চাকরি পাচ্ছেন না, কারণ তারা কর্পোরেট সংস্থাগুলির অংশ নন এবং পরিচালনায় নেই।” তিনি বলেন, “অন্যদিকে যদি আমরা মনরেগা শ্রমিক বা গিগ শ্রমিকদের তালিকা দেখি, তাহলে দেখি সেগুলি প্রায় পুরোপুরি এসসি, এসটি ও ওবিসি শ্রেণির মানুষদের দ্বারা পূর্ণ।”
ওবিসি-দের জন্য “কাস্ট সেনসাস” না করার আক্ষেপ
‘ভাগীদারি ব্যয় সম্মেলন’-এ ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী বলেন, “২০০৪ সালে ইউপিএ-১ সরকারে যোগ দেওয়ার সময় ওবিসি সমাজের ইতিহাস ও সমস্যাগুলো সম্পর্কে যদি আমি একটু বেশি জানতাম, তাহলে তখনই জাতিগত জনগণনা (কাস্ট সেনসাস) করতাম।” তিনি বলেন, “এটা আমার ব্যক্তিগত ভুল, দলের নয়। আমি এখন সেটা শুধরে নেব।”
আরও পড়ুন: Central Government Employees: বৃদ্ধ মা-বাবার দেখভালের জন্য ৩০ দিনের ছুটি! বড় ঘোষণা কেন্দ্রের
বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত পদ শূন্য রাখা ইচ্ছাকৃত, বললেন রাহুল
এক্সে পোস্ট করে রাহুল গান্ধী অভিযোগ করেন, “কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে সংরক্ষিত পদ শূন্য থাকা কেবল অবহেলা নয়, বরং ইচ্ছাকৃতভাবে প্রান্তিক শ্রেণিকে শিক্ষাব্যবস্থা ও নীতিনির্ধারণ থেকে দূরে রাখার চেষ্টা।”
বিজেপির পাল্টা আক্রমণ
রাহুল গান্ধীর এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য পাল্টা আক্রমণ করেন। তিনি বলেন, “irony is rich and the hypocrisy, even richer.” মালব্য বলেন, “যখন একজন ক্যাথলিক মা ও পারসি বাবার ছেলে সবার কাছে গিয়ে জাত জানতে চায়, তখন এটাই হয়।” তিনি বলেন, “রাহুল গান্ধীর বিভাজনমূলক ও নীচুস্তরের রাজনীতি ধীরে ধীরে সামনে চলে আসছে, তাঁর মুখোশ খুলে যাচ্ছে।”