ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে হাঁটু ভেঙে বসে আত্মসমর্পণ করছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং (Modi-Xinping Photo)। এমনই একটি ফটো ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। মূলত তাইওয়ান ও চিনে ভাইরাল হয়েছে এই ফটোটি। এই ফটো কি আসলেই সত্যি? আসলেই কি চিনা প্রেসিডেন্ট হাঁটু ভেঙে বসে আত্মসমর্পণ করেছিলেন প্রধানমন্ত্রী মোদীর সামনে?
এআই ছবি (Modi-Xinping Photo)
না। আসলে এটি একটি AI জেনারেটেড ফটো। যে ফটোটি মুলত একটি বিশেষ প্রোপাগান্ডা চালানোর জন্য ভাইরাল করা হয়েছে নেট দুনিয়ায়। এই ফটোটি নেট দুনিয়ায় ভাইরাল হতেই চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই ফটোটি।
কেন ভাইরাল? (Modi-Xinping Photo)
চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে হাঁটু ভেঙে বসে আত্মসমর্পণ (Modi-Xinping Photo) করছেন এমন ফটো কেন করা হয়েছে ভাইরাল? কয়েকদিন আগেই হয়েছে ব্রিকস (BRICS) এর সম্মেলন। এই সম্মেলনের মাঝেই রাশিয়ার সহায়তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক করেন। যে বৈঠকের পর বেশ কিছু সিদ্ধান্ত নেয় ভারত ও চিন দুই দেশই। এরমধ্যে সব চেয়ে বড় সিদ্ধান্ত ছিল ভারত ও চিন সীমন্তে ২০২০ সাল থেকে যে উত্তেজনার পরিস্থিতি চলছে তা কমানো হবে। দুই দেশই নিজেদের সেনাকে ২০২০ সালের আগের অবস্থানে নিয়ে যাবে। আন্তজাতিক কূটনীতিবিদরা মনে করেছিলেন, এই দ্বিপাক্ষিক আলোচনায় ভারত ও চিনকে সাহায্য করছে রাশিয়া।
আরও পড়ুন: Iran reply to Israel: ইজরায়েলের আক্রমনের কড়া জবাব দেবে ইরান! প্রস্তুতি শুরু
ভারতের জয়?
এই ঘটনার পর বিভিন্ন মহল চিনের পিছু হটাকেই ভারতের জয় বলে মনে করেছিল। কেননা ইতিহাসে এর আগে কোনও দেশই চিনকে পিছু হটাতে পারেনি। কিন্তু, ভারত তা করে দেখিয়েছে। আর এর পরেই চিনের এই পিছু হটাকে কটাক্ষ করে চিনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই AI জেনারেটেড ফটোটি। ফটোটি ভাইরাল হতেই সক্রিয় হয়েছে চিনের সাইবার সিকিওরিটি টিম। চিনের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভাইরাল ওই ফটোটি সরিয়ে দেওয়া হয়েছে। এই ফটোটি আসলে একটি প্রোপাগান্ডা চালানোর জন্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। ভারত ও চিনের মধ্যে কমে আসা উত্তেজনাকে চিনের কূটনৈতিক পরাজয় হিসেবে কটাক্ষ করে চিনকে চাপে রাখাই তাদের উদ্দেশ্য।
আরও পড়ুন: Bangladesh: ফের অশান্ত পড়শি দেশ! ঢাকায় জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর, জ্বলল আগুন
কারা করেছে পোস্ট?
কারা পোস্ট করলো এমন ফটো? ভারতের সঙ্গে চিনের জমি সমস্যা আজকের নয়। ভারত যেমন দীর্ঘদিন চিনের সঙ্গে জমি সমস্যায় জরিয়ে আছে, তেমনি চিনের সঙ্গে একই জমি সমস্যায় জড়িয়ে রয়েছে তার প্রত্যেক প্রতিবেশি।তাইওয়ানের সঙ্গেও চিনের জমি সমস্যা রয়েছে। কিন্তু, চিনের বিরুদ্ধে তাইওয়ানকে সহায়তা করে আমেরিকা। যদি ভারত-চিন সম্পর্ক ভালো হয়ে যায় তাহলে চিন নিজের সম্পূর্ণ শক্তি তাইওয়ানের উপর প্রয়োগ করবে। আর তাইওয়ান চাইছে চিন ও ভারতের মধ্যে উত্তেজনা বজায় থাকুক। যাতে চিন কিছুটা চাপে থাকে। আর এই জন্যই তাইওয়ান এই AI জেনারেটেড ফটোটি শেয়ার করে চিনকে কটাক্ষ করলো।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে যুক্ত হন আমাদের সঙ্গে। ক্লিক করুন এখানে।
কী আছে ফটোতে
এই ফটোটিতে দেখা যাচ্ছে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পায়ের কাছে বসে রয়েছেন (Modi-Xinping Photo)। ব্রিকস সম্মেলনে গিয়ে দুই দেশের রাষ্ট্রনায়কের দ্বিপাক্ষিক বৈঠককে ব্যাঙ্গ করেই এমন পোস্ট বলে মনে করছে। তবে এর প্রভাব কী হবে তা এখনই বলা সম্ভব নয়। ভারত-চিন উত্তেজনা কমলেও চিনের যেকোনও আক্রমণের উত্তর দিতে প্রস্তুত রয়েছে ভারত।