ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর এবার আরও একবার ভারত সেরা হওয়ার সুযোগ মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) কাছে। বৃহস্পতিবার আইএসএল (ISL 2024-25) সেমিফাইনালের প্রথম পর্বে জামশেদপুরের মাটিতে জামশেদপুরের বিরুদ্ধে নামছে মোহনবাগান। শেষ চারের লড়াইয়ের জন্য প্রস্তুত শুভাশিস বোসরা। ড্র নয়, দল জয়ের জন্যই ঝাঁপাবে বলে হুঁশিয়ারি মোহনবাগান হেড কোচ হোসে মোলিনার।
আত্মবিশ্বাসী সবুজ-মেরুন কোচ (Mohun Bagan)
লিগ শিল্ড জেতা হয়ে গিয়েছে। এবার লক্ষ্য আইএসএল ট্রফি। আরও একবার ভারত সেরা হওয়ার সুযোগ মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan) কাছে। বৃহস্পতিবার আইএসএল (ISL) সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে জামশেদপুরের ঘরের মাঠে জামশেদপুরের বিরুদ্ধে নামছে মোহনবাগান। তাঁর দল সেমিফাইনালে নামার জন্য তৈরি বলে জানিয়ে দিলেন সবুজ মেরুনের হেড কোচ হোসে মোলিনা। লিগ পর্বের ম্যাচে ঘরের মাটিতে জামশেদপুরকে হারালেও অ্যাওয়ে ম্যাচে ড্র করেছিল মোহনবাগান। তাই প্রতিপক্ষ কোচ খালেদ জামিল সহ গোটা জামশেদপুর দলকেই যথেষ্ট সমীহ করছেন সবুজ-মেরুন কোচ। তাই ফাইনাল নিয়ে এখনই ভাবতে নারাজ মোলিনা জানিয়ে দিলেন সামনের তিনটে ম্যাচ যথেষ্ট কঠিন। দুই সেমিফাইনাল ম্যাচেই একবার পিছিয়ে পড়লে ফেরা কঠিন। তাই বৃহস্পতিবার ড্র নয়, তাঁর দল জেতার জন্যই যে ঝাঁপাবে, তা পরিষ্কার জানিয়ে দিলেন সবুজ-মেরুন কোচ।
আপুইয়া ও মানবীরের চোট রয়েছে। দলের সঙ্গে জামশেদপুর যাচ্ছেন তাঁরাও। বৃহস্পতিবার আদৌ তাঁরা মাঠে নামবেন কিনা, তা ম্যাচের আগেই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন মোলিনা। তবে যাই হোক, শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে তাঁর দল জিতেই মাঠ ছাড়বে বলে হুঁশিয়ারি দিলেন আত্মবিশ্বাসী সবুজ-মেরুন কোচ।
আরও পড়ুন : Messi in India: ভারতে আসার জন্য কত টাকা পাবে মেসির আর্জেন্টিনা? জানলে কপালে উঠবে চোখ
জোড়া খেতাব জয়ের সুযোগ (Mohun Bagan)
পুরনো দলের বিরুদ্ধে জিততে মরিয়া মোহনবাগান (Mohun Bagan) মিডফিল্ডের স্তম্ভ গ্ৰেগ স্টুয়ার্ট। জামশেদপুরের হয়ে লিগ শিল্ড জিতেছেন। কিন্তু চ্যাম্পিয়ন হওয়া হয়নি। তাই পুরনো দলের বিরুদ্ধে জিতে জোড়া খেতাব জয়ের সুযোগ হাতছাড়া করতে নারাজ স্কটিশ তারকা। আইএসএলে এখনও পর্যন্ত মুম্বই ছাড়া আর কোনও দলই একসঙ্গে শিল্ড ও আইএসএল (ISL 2024-25) চ্যাম্পিয়ন হয়নি। মোহনবাগান ক্লাবের ঐতিহ্যের কথা মাথায় রেখে সেই নতুন ইতিহাস রচনা করতে মুখিয়ে রয়েছেন তিনি। প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করছেন। ম্যাচটা যে যথেষ্ট চ্যালেঞ্জিং হবে, তাও জানাতে ভুললেন না। লিগের ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে ভালো খেলেও জিততে পারেনি দল। তাই অতীতের ভুল-ভ্রান্তি কাটিয়ে দলের প্রত্যেকে যে জেতার জন্য মুখিয়ে রয়েছে, তা জানিয়ে দিলেন স্টুয়ার্ট।
আরও পড়ুন : IPL Betting: আবারও IPL বেটিং চক্র, এবার ফারাক্কা থেকে গ্রেফতার ৯
ড্র নয়, জিতেই জামশেদপুরের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের সেমিফাইনালে যুবভারতীতে নামতে চাইছে সবুজ-মেরুন ব্রিগেড, তাতে কোনও সন্দেহ নেই।