Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দল গঠনে আবারও চমক দিল মোহনবাগান সুপার জায়ান্ট। মরশুমের শুরুটা খুব একটা ভালো হয়নি(Mohun Bagan Super Giant)। চলতি কলকাতা লিগেও খুব একটা আশানুরূপ পারফরমেন্স করতে পারছে না দল। ডুরান্ড কাপেও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে। কলকাতা লিগ ও ডুরান্ড কাপে পরপর দুই ডার্বিতে হার। তবুও নতুন মরশুমে দল গঠনে অন্যান্য সমস্ত দলকে টেক্কা দিয়ে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। ইস্টবেঙ্গলকে টেক্কা দিয়ে এবার দেশের অন্যতম সেরা মিডফিল্ডার মেহতাব সিংকে সই করাল মোহনবাগান সুপার জায়ান্ট।
পাঁচ বছরের চুক্তি (Mohun Bagan Super Giant)
শনিবার ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে মেহতাবকে দলে নেওয়ার কথা জানানো হয়েছে(Mohun Bagan Super Giant)। শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শনিবার সকালেই তাঁকে সই করায় মোহনবাগান এসজি। আগামী পাঁচ বছরের জন্য সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামার জন্য চুক্তিবদ্ধ হলেন পঞ্জাবের ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার। মুম্বই সিটি এফসির হয়ে দু’বার আইএসএল ও লিগশিল্ড জয়ী মেহতাব সই করায় হোসে মোলিনার রক্ষণের শক্তি যে অনেকটাই বেড়ে গেল, তাতে কোনও সন্দেহ নেই।
শনিবার থেকেই অনুশীলনে নামবেন (Mohun Bagan Super Giant)
জাতীয় দলের এই স্টপার রক্ষণ ছড়াও সাইড ব্যাকেও খেলতে সমানভাবে পারদর্শী(Mohun Bagan Super Giant)। ফলে রক্ষণ ও সাইডব্যাকে মোলিনারা বিকল্প বেড়ে গেল। অভিজ্ঞ ও সফল ফুটবলার হিসেবে ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মেহতাব। কলকাতায় চার বছর খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। খেলেছেন ডার্বিও। রক্ষণ সামলানোর পাশাপাশি, সেটপিসে বিপক্ষ বক্সে গিয়ে হেডে গোল করতেও পারদর্শী এই পঞ্জাবী ডিফেন্ডার। শনিবার বিকাল থেকেই সবুজ-মেরুনের হয়ে অনুশীলনে মাঠে নেমে পড়বেন দেশের এই অন্যতম সেরা মিডফিল্ডার। আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ টু- তে খেলবে মোহনবাগান সুপার জায়ান্ট। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে ভালো ফল করতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। সেই কথা মাথায় রেখেই দলের সব বিভাগের শক্তি বাড়াতে দল গঠনে একের পর এক চমক দিয়ে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট।

ইস্টবেঙ্গলকে টেক্কা মোহনবাগানের (Mohun Bagan Super Giant)
ইস্টবেঙ্গল অনূর্ধ্ব-১৮ জুনিয়র দল থেকে উত্থান মেহতাবের(Mohun Bagan Super Giant)। লাল-হলুদের হয়ে খেলায় সময়ই সিনিয়র দলে সুযোগ পান তিনি। এরপর ২০২০ সালে যোগ দেন মুম্বই এফসি-তে। পাঁচ বছর মুম্বইয়ের হয়ে সাফল্যের সঙ্গে খেলেছেন তিনি। আইএসএল-এ এখনও অবধি ৯২ ম্যাচ খেলে ফেলেছেন মেহতাব। রয়েছে ৫টা গোল আর একটা অ্যাসিস্ট। গত মরশুমে মুম্বইয়ের হয়ে আইএসএল-এ ২৬টি ম্যাচ খেলেছেন মেহতাব। করেছেন একটি গোল। চলতি মরশুমে ফের কলকাতায় ফিরতে আগ্রহ দেখান মেহতাব। তাঁকে পেতে ইস্টবেঙ্গল ও মোহন বাগান— দুই দলই ঝাঁপায়। তবে মেহতাবের আকাশ ছোঁয়া ট্রান্সফার ফি শুনে কিছুটা পিছিয়ে আসে ইস্টবেঙ্গল। সেই সুযোগের সদ্ব্যবহার করে বাজিমাত করল মোহনবাগান।
আরও পড়ুন : Bangladesh Unrest : হাসিনার বক্তব্য সংবাদ মাধ্যমে প্রচার নিষেধ, আইনি পদক্ষেপের সতর্কতা জারি ইউনূস প্রশাসনের
রাইট ব্যাকের সমস্যা মিটল (Mohun Bagan Super Giant)
চলতি মরশুমে একজন ভালো উইংব্যাক নিতে তৎপর হয়ে উঠেছিল মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ(Mohun Bagan Super Giant)। উইংয়ের দুর্বলতা ঢাকতে ইতিমধ্যেই লেফট ব্যাক হিসেবে অভিষেক সিংকে সই করিয়েছে মোহনবাগান।এবার মেহতাব আসায় রাইট উইং ব্যাকের সমস্যাও মিটবে বলে আশাবাদী সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। শুধু উইং ব্যাক নয়, সেন্ট্রাল ডিফেন্সেও খেলতে পারদর্শী এই পঞ্জাব ফুটবলার। তবে মেহতাবকে পেতে অনেকদিন ধরেই মরিয়া হয়ে উঠেছিল মোহনবাগান। মুম্বই সিটি এফসি প্রথমে জানিয়ে দিয়েছিল মেহতাবকে তারা ছাড়বে না। কিন্তু বিপুল পরিমাণ ট্রান্সফার ফি দিয়েই মুম্বইয়ের সেই সিদ্ধান্ত বদলে দিল মোহনবাগান।
সবুজ-মেরুন জার্সি পরার স্বপ্নপূরণ (Mohun Bagan Super Giant)
মোহনবাগানের মতো বড় ক্লাবের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন মেহতাব(Mohun Bagan Super Giant)। সবুজ-মেরুনে সই করার পর উচ্ছ্বসিত মেহতাব বলেছেন, ‘মোহনবাগানে খেলার স্বপ্ন ভারতের সব ফুটবলারেরই থাকে। আমারও ছিল। সেই স্বপ্ন সফল হল। মোহনবাগান সুপার জায়ান্ট অত্যন্ত শক্তিশালী দল। দলে ভালো মানের বিদেশি এবং জাতীয় দলের বেশিরভাগ সেরা ফুটবলাররা খেলেন। কোচ হোসে মোলিনা অত্যন্ত বড় এবং সম্মানীয়, অভিজ্ঞ ও সফল একজন কোচ। ভারতীয় ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টের সুনাম ও সাফল্য প্রশ্নাতীত। আমার কাছে কলকাতার আরও ক্লাবের প্রস্তাব ছিল। কিন্তু মোলিনার টিমে খেলতে পারলে নিজেকে আরও প্রতিষ্ঠিত ও সমৃদ্ধ করতে পারব বলেই এখানে এসেছি। ক্লাবের টিম ম্যানেজমেন্টও খুব ভালো। তাঁরা স্বপ্ন দেখতে জানেন।’
লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ (Mohun Bagan Super Giant)
সবুজ-মেরুনে যোগ দিয়ে মেহতাব আরও বলেন, ‘মুম্বই এফসি-এর হয়ে আমি আইএসএল লিগ ও শিল্ড দুবার জিতেছি। চ্যাম্পিয়ন্স লিগেও খেলেছি। সেই অভিজ্ঞতাই এবার আমি প্রথমদিন থেকে কাজে লাগাবো। কারণ, ১৬ সেপ্টেম্বর আমাদের প্রথম ম্যাচই খেলতে হবে এএফসি চাম্পিয়ন্স লিগের। মুম্বইয়ের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে খেলার অভিজ্ঞতা দলের সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। যত দ্রুত সম্ভব দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করব।’
ডার্বি জিততে চান (Mohun Bagan Super Giant)
কলকাতায় আবারও খেলার জন্য মুখিয়ে রয়েছেন মেহতাব(Mehtab Singh)। মোহনবাগানে সই করে তিনি বলেন, ‘কলকাতায় খেলার উত্তেজনাই আলাদা। আর মোহনবাগানের সভ্য-সমর্থকরা তো দেশের মধ্যে সেরা। তাদের প্যাশন ও আবেগ সম্পর্কে আমার সব কিছুই জানা। ডার্বিতে খেলার মজাও আলাদা। সবুজ-মেরুন জার্সিতে ডার্বি জিততে চাই। স্বপ্ন ও লক্ষ্য ছাড়া কোনও ফুটবলার সফল হতে পারেনা। আমিও স্বপ্ন দেখছি, এবার আমার ট্রফি ক্যাবিনেটে আরও কিছু ট্রফি জমা হবে। আমার প্রথম লক্ষ্যই হল এফএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ জেতা।’