ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে চলতি মরশুমের আইএসএলের প্রথম বড় ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপারজায়ান্ট ও ইমামি ইস্টবেঙ্গল। তার আগেই ঘোষিত হল আইএসএলের দ্বিতীয় লেগের ডার্বির দিনক্ষণ। আইএসএলের ফিরতি বড় ডার্বি হবে আগামী বছরের ১১ জানুয়ারি। দ্বিতীয় লেগে মহমেডান এবং মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হবে ১ ফেব্রুয়ারি। মহমেডান ও ইস্টবেঙ্গলের মধ্যে আর এক কলকাতা ডার্বি অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৬ ফেব্রুয়ারি। প্রত্যেকটি ডার্বি ম্যাচই হবে সল্টলেক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।
চলতি আইএসএলে ডিসেম্বর পর্যন্ত প্রথম লেগের সূচি ঘোষিত হয়েছিল। বুধবার আইএসএলের শেষ পর্বের সূচি প্রকাশিত হল। আগামী বছরের দ্বিতীয় দিনেই ঘরের মাঠে হায়দরাবাদ এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়ান্ট। ৩ জানুয়ারি নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি হবে মহমেডান। ৬ জানুয়ারি ঘরের মাঠে যুবভারতীতে ইস্টবেঙ্গল নামবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। বুধবার ইন্ডিয়ান সুপার লিগের পক্ষ থেকে ৩০ ডিসেম্বর পরবর্তী সূচি প্রকাশ করা হয়।
আরও পড়ুন: https://tribetv.in/deadbody-recovered-in-purulia/
আগামী শুক্রবার যুবভারতীতে আইএসএলের প্রথম বড় ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেই নিয়ে শহরে পারদ চড়তে শুরু করেছে। বুধবার থেকে অফলাইন এবং অনলাইনে টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে। রুবি হাসপাতাল মোড় এবং ইস্টবেঙ্গল তাঁবু থেকে টিকিট কাটতে পারবেন লাল-হলুদ সমর্থকরা। মোহনবাগান তাঁবু থেকে মিলবে পাওয়া যাবে সবুজ মেরুন সমর্থকদের জন্য টিকিট। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে কাউন্টার। এছাড়াও সল্টলেক স্টেডিয়ামের ১নং গেটের বক্স অফিস থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন লাল হলুদ সমর্থকরা। অপরদিকে, সল্টলেক স্টেডিয়ামের ৪ নং গেটের বক্স অফিস থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন মোহনবাগান সমর্থকরা।