ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কুম্ভমেলার (Kumbh Mela) সেই মোনালিসা (Monalisa Bhosle) এখন আর মালা বিক্রেতা নন, মায়া নগরীর নায়িকা। মহাকুম্ভ থেকে এখন সোজা বিমান যাত্রা। তাঁবু কিংবা কুঁড়ে ঘর নয়, বাস করছেন সাত তারা হোটেলে। কিন্তু এত কিছুর মাঝেও মোনালিসা কি আগের মতই আছেন? পুরনো কথা কি তার মনে পড়ে? রাতারাতি ভাইরাল (Viral), তারপর সেখান থেকেই জীবনের মোড় ঘুরে যায়। কে জানত! এভাবে মোনালিসার জীবন হঠাৎ বদলে যাবে? ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একের পর এক তার ছবি থেকে শুরু করে ভিডিও।
রাতারাতি ভাগ্য পরিবর্তন (Monalisa Bhosle)
মহাকুম্ভে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন মালা বিক্রেতা মোনালিসা ভোঁসলে (Monalisa Bhosle)। ষোড়শী এই সুন্দরীর চোখের জাদুতে মজেছিল গোটা নেট দুনিয়া। গায়ের রং শ্যামলা, বাদামি চোখের মণি, আর মুখে উজ্জ্বল হাসি। তার রূপে মুগ্ধ হয়েছিল সবাই। এখন তার পা পড়েছে বলিউডে। পরিচালকদের নজরে আসতেই, রাতারাতি তার ভাগ্য ফিরে গিয়েছে।
নতুন শহরে পাড়ি (Monalisa Bhosle)
বলিউডের (Bollywood) ডাক মোনালিসা (Monalisa Bhosle) ফিরিয়ে দেননি। এখন তার পেশা মালা বিক্রি নয়। বরং লক্ষ্য, ভালো অভিনেত্রী হওয়া। তাই তো নিজের শহর ছেড়ে পাড়ি দিয়েছেন নতুন শহরে। সেখানেই থাকছেন তিনি। মোনালিসার এখন নতুন ঠিকানা ঝাঁ চকচকে হোটেল। মোনালিসাকে দেখা যাবে, সনোজ মিশ্রের (Sanoj Mishra) ছবি ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ এ (The Diary of Manipur)। সেই ছবির সৌজন্যে বিমানে করে পরিচালকের সঙ্গে সোজা পৌঁছে গিয়েছেন বেঙ্গালুরু শহরে। যোগ দিয়েছেন এক বিপণনী অনুষ্ঠানে। সেই ছবি এখন ঘুরছে নেট পাড়ায়।
আরও পড়ুন: Kabir Suman: ৭৫ বছরে প্রেমে পড়লেন কবীর সুমন, একফ্রেমে ধরা দিলেন প্রিয়তমার সাথে
বাবার কথা খুব মনে পড়ছে
এই যে বিলাসী জীবন, এ জীবনে তো মোনালিসা অভ্যস্ত ছিলেন না। তাই এতকিছুর মধ্যে তার একজনকে খুব মনে পড়ছে। বিগত কয়েক মাসের মধ্যেই তার জীবনে এসেছে অনেকটা বদল। প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু মন পড়ে রয়েছে সেই বাবার কাছে। তাই নিজের ছবি সমাজ মাধ্যমে শেয়ার করে মোনালিসা সে কথা নিজেই জানিয়েছেন। লিখেছেন, “বাবা তোমার কথা খুব মনে পড়ছে”। কমেন্ট বক্সে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বহু অনুরাগী মোনালিসার সৌন্দর্যের তারিফ করেছেন। সবাই চাইছেন, মোনালিসা যেন জীবনে সফল হয়।
আরও পড়ুন: Jeetu -Srabanti: দৌড়ে গিয়ে শ্রাবন্তীকে জড়িয়ে ধরলেন জিতু, ভ্যালেন্টাইন্স ডে’তে সত্যি হল প্রেম!
পুনরায় পড়াশোনা শুরু করতে চান
একটা সময় প্রচুর অভাব দেখেছেন। স্কুলের গণ্ডি পেরোননি। পরিবারের দায়িত্ব মাথায় তুলে নিয়েছিলেন মোনালিসা। যদিও তাতে কোনও দ্বিধা ছিল না। তার মধ্যে অভাবের তাড়নায় মালা বিক্রি শুরু করেছিলেন। ঘরের কাজের পাশাপাশি অর্থ আয়ের জন্য সারাদিন পরিশ্রম করেছেন। আর এখন তার জীবনের মোড় ঘুরেছে। অভিনয়ের পাশাপাশি মোনালিসার এখন খুবই ইচ্ছা পুনরায় পড়াশোনা শুরু করার। তার সিদ্ধান্তের পাশে আছে পরিবার থেকে শুরু করে অনুরাগীরা।