ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছত্তীসগঢ়ের বিজাপুরে সস্ত্রীক আত্মসমর্পণ (Maoist Commander Surrender) করলেন ‘মোস্ট ওয়ান্টেড’ মাওবাদী কমান্ডার দীনেশ মোডিয়াম। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার তিনি আত্মসমর্পণ করেছেন। গঙ্গালুর এরিয়া কমিটির সচিব ছিলেন তিনি। বেশ অনেকদিন ধরেই তাঁর খোঁজ চালিয়ে যাচ্ছেন পুলিশ। দীনেশ মোডিয়ামের আত্মসমর্পণ মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
মাথার দাম ছিল আট লক্ষ (Maoist Commander Surrender)
ছত্তীসগঢ়ের বিজাপুরে সস্ত্রীক আত্মসমর্পণ (Maoist Commander Surrender) করেছেন মোস্ট ওয়ান্টেড মাওবাদী কমান্ডার দীনেশ মোডিয়াম। একাধিক অপরাধের অভিযোগ তাঁর বিরুদ্ধে। তাঁর মাথার দাম ছিল আট লক্ষ টাকা। গঙ্গালুর এরিয়া কমিটির সচিব ছিলেন দীনেশ। সূত্রের খবর, আত্মসমর্পণের জন্য তাঁর উপর প্রচন্ড চাপ আসছিল। অবশেষে আত্মসমর্পণ করলেন তিনি।
৮০ জন মাওবাদী নিহত (Maoist Commander Surrender)
গত দু’মাসে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে প্রায় ৮০ জন মাওবাদী নিহত হয়েছে। সূত্র অনুযায়ী, গত কয়েক মাস ধরে মাওবাদীদের বিরুদ্ধে শক্তিশালী অভিযান চালিয়ে আসছে নিরাপত্তাবাহিনী। গত শুক্রবার সাত জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন, এবং তাঁদের মাথার মিলিত পুরস্কার ছিল ৩২ লক্ষ টাকা। এই আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে টেকলগুড়ুমে হামলার অন্যতম চক্রী মাওবাদী দম্পতিও রয়েছেন।
আরও পড়ুন: Bhopal Incident: চার পাতার সুইসাইড নোট লিখে আত্মহত্যা বৃদ্ধ চিকিৎসক ও তাঁর কন্যার
১৮ জন মাওবাদীকে গ্রেফতার
শুক্রবার বিজাপুরের বিভিন্ন এলাকা থেকে ১৮ জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে জানিয়েছেন যে, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত করার লক্ষ্য রাখা হয়েছে। আর এক বছর বাকি থাকতেই মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। প্রসঙ্গত ২০২১ সালে টেকলগুড়ুমে মাওবাদী হামলায় ২২ জওয়ান নিহত হয়েছিলেন।
নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যপূরণ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশকে মাওবাদীমুক্ত করা হবে। আর এক বছর সময় রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যপূরণে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান আর জোরদার করা হয়েছে। দীনেশ মোডিয়ামের আত্মসমর্পণ মাওবাদীদের বিরুদ্ধে চলমান অভিযানের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে। নিরাপত্তাবাহিনী এর মাধ্যমে আরও একটি বড় পাটির মাওবাদী নেতা গ্রেফতার করল।