ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বৈষম্যবিরোধী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে(Muhammad Yunus)। এ লক্ষ্যে তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে এ কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের সরকারপন্থী ওই সংবাদপত্রে খবর দেয়, ফেব্রুয়ারির ১৫ তারিখে ছাত্ররা নিজেদের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করতে চলেছেন।
পডকাস্টে কথা বলেন (Muhammad Yunus)
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে সুইজারল্যান্ডের দাভোস সফর করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস(Muhammad Yunus)। তখন তিনি ফিন্যান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকর গিডেয়েন র্যাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন। ‘র্যাচম্যান রিভিউ’ নামের ওই পডকাস্টের কথোপকথন লিখিত আকারে বৃহস্পতিবার ৩০ জানুয়ারি প্রকাশ করা হয়েছে। সেখানেই তিনি এই কথা বলেন।
দল গঠন দরকার বলে মনে করেন ইউনূস (Muhammad Yunus)
ছাত্রদের দল গঠন করা দরকার বলে মনে করেন প্রধান উপদেষ্টা(Muhammad Yunus)। এর কারণ হিসেবে তিনি বলেন, রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে, সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। অন্যত্থায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে, যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। তিনি বলছেন একটি সম্ভাবনা হলো, ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ সভা গঠন করছে, তখন আমি তিনজন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম, যদি তারা দেশকে ‘জীবন’ দিতে পারে, তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং জীবন দেয়ার জন্য কী করছে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা ভালো কাজ করছে।
আরও পড়ুন:Awami League: ইউনূসের ইস্তফার দাবি, বাংলাদেশে ধর্মঘটের ডাক আওয়ামী লীগের
‘জাতীয় নাগরিক কমিটি’
ফেব্রুয়ারির ১৫ তারিখে ছাত্ররা নিজেদের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করতে চলেছেন। সরকারে উপদেষ্টা হিসাবে দায়িত্বে থাকা দুই ছাত্রনেতা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তার আগে সরকারি পদ থেকে ইস্তফা দিয়ে নতুন দলে যোগ দেবেন বলে জানা যাচ্ছে। বর্তমানে ‘জাতীয় নাগরিক কমিটি’ নামে একটি ‘সামাজিক সংস্থা’ তৈরি করে থানা স্তর পর্যন্ত হবু দলের সংগঠন গড়ার কাজ চালাচ্ছেন ছাত্রনেতারা(Muhammad Yunus)।
সাক্ষাৎকারে কী বললেন ইউনূস?
তবে বৃহস্পতিবার প্রকাশিত হওয়া সাক্ষাৎকারটিতে ইউনূস এও বলেছেন, “দল গঠনের পরে হয়তো ছাত্ররা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটা বিপদের। কারণ, সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। বাংলাদেশে প্রচলিত রাজনীতির ধারা থেকে ছাত্ররা নিজেদের দূরে রাখতে পারবে কি না, আমরা জানি না। তবে ছাত্ররা তৈরি। তারা প্রচার চালাচ্ছে। দেশের মানুষকে সংগঠিত করছে।” তরুণরা প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি জানান, ছাত্ররা খারাপ কোনো কিছুর সংস্পর্শ নেই কিংবা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষাও নেই।
আরও পড়ুন:Plane Crash In South Sudan: উড়েই ভেঙে পড়ল বিমান, দক্ষিণ সুদানে মৃত ২০
‘আপাতত সরকারের কাজই করছি’
উপদেষ্টা নাহিদ জানিয়েছেন, তাঁর ও আসিফের ইস্তফার বিষয়ে কোনও সিদ্ধান্ত এখনও হয়নি। যদিও, তিনি বলেন, “রাজনৈতিক দল গঠন নিয়ে যখন আলোচনা চলছিল, তখন কথায় কথায় বলেছিলাম— সরকারে থাকা অবস্থায় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হব না। আমরা আপাতত সরকারের কাজই করছি।” এমনকি ছাত্ররা কোনও দল গড়ছে না বলে এ দিনও ফের দাবি করেন নাহিদ। তবে নাহিদদের ‘সামাজিক সংস্থা’ জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ঘোষণা করেছেন, ফেব্রুয়ারিতেই নতুন দলের নাম ও কমিটির কথা প্রকাশ করা হবে।