ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদের ইসলামপুর থানার গোপীনাথপুর গ্রামে (Murshidabad) এক তরুণী গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবার সরাসরি স্বামীকে খুনের অভিযোগে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।
ঘটনার বিবরণ (Murshidabad)
মৃতের নাম হালিমা খাতুন (২৪)। কয়েক বছর আগে রুবেল শেখের সঙ্গে হালিমার বিয়ে হয়। তাঁদের বছর দুয়েকের এক কন্যাসন্তান রয়েছে।

অভিযোগের ভিত্তি (Murshidabad)
হালিমার পরিবারের দাবি, বিয়ের পর থেকেই রুবেল তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে প্রতিবাদ করায় অশান্তি বেড়ে যায়। অভিযোগ, এর আগেও রুবেল একবার হালিমাকে ন্যাড়াও করে দেন।
শনিবার সকালের ঘটনা
বাড়ির গোয়ালঘর থেকে হালিমার নিথর দেহ উদ্ধার হয়।রুবেল মৃতের পরিবারকে জানান, হালিমা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত খুন। রুবেল ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।অভিযুক্ত রুবেল শেখকে ধরতে তল্লাশি শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
আরও পড়ুন: Israel Hamas Conflict : গাজা দখল নয়, হামাস নির্মূল ও শান্তিপূর্ণ প্রশাসনের লক্ষ্য নেতানিয়াহুর
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। প্রতিবেশীরা মৃতের বাড়ির সামনে ভিড় জমায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছে গ্রামবাসীও। মৃতের পরিবারের দাবি, অবিলম্বে রুবেল শেখকে গ্রেফতার করা হোক। হালিমার প্রতি দীর্ঘদিনের নির্যাতনের সুবিচার নিশ্চিত করতে হবে।