ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী অশান্তিতে জাফরাবাদের নিহত বাবা ও ছেলের পরিবার (Murshidabad Victims approached HC)। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামীকাল শুনানির সম্ভাবনা।
মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী অশান্তিতে জাফরাবাদে নিহত বাবা-ছেলে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের লোকজন চলে এসেছেন কলকাতায়। আশ্রয় নিয়েছিলেন বিধাননগর সেফ হাউজে। অভিযোগ ওঠে, রবিবার রাতের অন্ধকারে বিধাননগর পূর্ব থানার ৪০ জন পুলিশ এসে দরজা ভেঙে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে নিহতদের পরিবারকে (Murshidabad Victims approached HC)।
হাইকোর্টে নিহত পিতা-পুত্রের পরিবার (Murshidabad Victims approached HC)
অন্যদিকে পুলিশের দাবি, তাঁদের অপহরণ করা হয়েছে। তাঁদের উদ্ধারের চেষ্টাও করে পুলিশ। এবারে পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ জাফরাবাদের নিহত বাবা ও ছেলের পরিবারের লোকজন। সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ এবং কৌস্তভ বাগচী। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামীকাল শুনানির সম্ভাবনা।
আরও পড়ুন: Tragic Bike Crash: উল্টোডাঙ্গা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা, বাইক থেকে ছিটকে মৃত্যু ২ যুবকের
সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে গত মাসের শুরুতে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদ। সেই সময়ই মৃত্যু হয় জাফরাবাদের হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসের। ঘটনার জল গড়িয়েছে অনেকদূর। অভিযোগ ওঠে নিহত দুজনের স্ত্রীকে অপহরণ করা হয়েছে। সল্টলেকের সেফ হাউজে হদিশ মেলে তাঁদের। বর্তমানে সেখানেই রয়েছেন দু’জনে। এই পরিস্থিতিতে গত রবিবার মুর্শিদাবাদ ও বিধাননগর পূর্ব থানার পুলিশ বিধাননগরের সেই সেফ হাউজে গিয়ে বাড়ির দরজা ভেঙে নিহতদের পরিবারকে উদ্ধার করতে যায়।

কিন্তু নিহতদের পরিবারের দাবি, তাদের কেউ অপহরণ করেনি। তারা স্বেচ্ছায় সেখানে আশ্রয় নিয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বিজেপি নেতারা। এরপরই পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তোলে নিহতদের পরিবার। পুলিশের বিরুদ্ধে অত্যাচার, জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া-সহ একাধিক অভিযোগ তুলে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকেও চিঠি লেখেন দুই নিহতের স্ত্রী। চিঠিতে তাঁরা উল্লেখ করেন, নিরাপত্তার অভাববোধ করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েনের আর্জিও জানান তাঁরা (Murshidabad Victims approached HC)।