Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্টক মার্কেটে বিনিয়োগের (Mutual Fund) অন্যতম জনপ্রিয় পথ হলো মিউচুয়াল ফান্ড। বিশেষ করে, যারা সরাসরি শেয়ার মার্কেটের ওঠানামা বুঝে বিনিয়োগ করতে চান না, তারা তুলনামূলকভাবে কম ঝুঁকির এই বিকল্পটিকে বেছে নেন। তবে সব ধরনের মিউচুয়াল ফান্ড সমান রিটার্ন দেয় না। অনেক সময় দেখা যায়, মিড ক্যাপ ফান্ড দীর্ঘ মেয়াদে অসাধারণ রিটার্ন দিয়ে বিনিয়োগকারীদের চমকে দেয়।
মিউচুয়াল ফান্ড বেছে নেবেন কীভাবে? (Mutual Fund)
বিনিয়োগকারীরা সাধারণত একটি মিউচুয়াল ফান্ড বেছে নেওয়ার সময় (Mutual Fund) অতীতে ফান্ডটির পারফরম্যান্স, ফান্ড ম্যানেজারের দক্ষতা, এবং ফান্ড হাউসের বিশ্বাসযোগ্যতা বিবেচনা করেন। এগুলো ভবিষ্যতের সম্ভাব্য লাভের একটা ধারণা দেয়। তবে যাঁরা খুব স্বল্প সময়ের জন্য বিনিয়োগ করেন, তাঁদের প্রত্যাশিত রিটার্ন সবসময় মেলে না।
বিনিয়োগ সময়ের সঙ্গে বিপুল মুনাফা (Mutual Fund)
এই প্রেক্ষাপটে এক নজরে দেখতে গেলে ICICI প্রুডেনশিয়াল মিড ক্যাপ (Mutual Fund) ফান্ড একটি ব্যতিক্রমী উদাহরণ। ২০০৪ সালের অক্টোবর মাসে শুরু হওয়া এই স্কিমটি প্রমাণ করেছে, নিয়মিত এবং ধৈর্যপূর্ণ বিনিয়োগ সময়ের সঙ্গে বিপুল মুনাফা এনে দিতে পারে।
বিভিন্ন সময়কালের ভিত্তিতে এই ফান্ডটি কী ধরনের রিটার্ন দিয়েছে:
- যদি কেউ মাত্র এক বছর আগে ₹১ লক্ষ বিনিয়োগ করতেন, তবে সেই অর্থ দাঁড়াত মাত্র ₹১,০১,০২০ – অর্থাৎ প্রায় ১% রিটার্ন।
- কিন্তু তিন বছর ধরে একই পরিমাণ বিনিয়োগ রাখলে সেটি হয়ে যেত ₹১.৭৮ লক্ষ, যা বছরে গড়ে প্রায় ২১.৪৫% রিটার্ন।
- পাঁচ বছরে সেই ₹১ লক্ষ বিনিয়োগ বাড়ত ₹৩.১৫ লক্ষে, বার্ষিক গড় রিটার্ন প্রায় ২৫.৮১%।
- দশ বছরে সেই অর্থ হয়ে যেত ₹৪.২৬ লক্ষ, বার্ষিক রিটার্ন হতো ১৫.৬০%।
- আর যদি কেউ স্কিমটি শুরুর সময় অর্থাৎ ২০০৪ সালের অক্টোবর মাসে ₹১ লক্ষ বিনিয়োগ করতেন, তাহলে আজ সেটি বেড়ে দাঁড়াত প্রায় ₹২৯.৫০ লক্ষে! এই দীর্ঘ সময়ে বার্ষিক রিটার্ন দাঁড়াত ১৭.৬৪%।

আরও পড়ুন: Daily Horoscope: কর্মফল থেকে নিস্তার নেই, জানুন গ্রহরাজের কৃপার হাত আজ কাদের মাথায়?
এই পরিসংখ্যানগুলি দেখিয়ে দেয়, মিড ক্যাপ ফান্ডে ধৈর্যের সঙ্গে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে কীভাবে সাধারণ মানুষও উল্লেখযোগ্য রিটার্ন পেতে পারেন।
সতর্কতা: অবশ্যই মনে রাখতে হবে, সব ধরনের বিনিয়োগের সঙ্গে ঝুঁকি জড়িত। অতীতে ভালো রিটার্ন পেলেও ভবিষ্যতের নিশ্চয়তা নেই। বিনিয়োগ করার আগে নিজের আর্থিক লক্ষ্য ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা বিবেচনা করে, একজন অর্থনৈতিক পরামর্শকের সঙ্গে কথা বলা বাঞ্ছনীয়।