Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: স্বামীর অসুস্থতার খবর পেয়ে বাড়ি ছেড়েছিলেন, আর ফেরা হলো না। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বকতলা মোল্লাপাড়ায় চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনা (Mysterious Death)। পরিবার সূত্রে জানা গেছে, মহরম উপলক্ষে বাড়ির বাইরে বেরিয়েছিলেন স্বামী। কিন্তু রাত হয়ে যাওয়ার পরও ফিরে আসেননি তিনি। তাই নিয়ে চিন্তিত হয়ে পড়েন স্ত্রী। মধ্যরাতে স্বামীকে খুঁজতে বের হন বছর চল্লিশের নার্স শিল্পী বিবি। কিন্তু রাতে আর তিনি বাড়ি ফেরেননি।
পরিবার সূত্রে খবর, মৃতের নাম শিল্পী বিবি (৩৪)। তিনি পেশায় একজন নার্স। তাঁর স্বামীর অভিযোগ, কেউ তাঁর স্ত্রীকে খুন করেছেন। মৃতার গলায় ওড়না পেঁচানো ছিল। যার বাড়ির সামনে দেহটি পড়ে ছিল, সেই বাড়ির একজনকে আটক করে মহেশতলা থানায় নিয়ে আসা হয়।
উৎসব শেষে অচৈতন্য দেহ উদ্ধার (Mysterious Death)
জানা গেছে, ঘটনার সময় মহেশতলার বাটা মোড়ে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। স্থানীয় ক্লাব সূত্রে জানা গেছে, গভীর রাত পর্যন্ত বহু মানুষ ওই অনুষ্ঠান দেখছিলেন। রাত আনুমানিক আড়াইটার সময়, কিছু ক্লাব সদস্য বাড়ি ফেরার পথে দেখতে পান শিল্পী বিবি নিজের বাড়ির অদূরে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত মহেশতলা থানায় ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে এসে নার্সের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকেরা শিল্পী বিবিকে মৃত ঘোষণা করেন (Mysterious Death)। প্রাথমিকভাবে দেহে আঘাতের চিহ্ন বা রক্তপাত দেখা যায়নি, তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত নয়।
যদিও মৃতার স্বামীর কথায়, ‘‘ওকে খুন করা হয়েছে। গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল।’’ তাঁর সংযোজন, ‘‘কেউ পরিকল্পিত ভাবে ওকে খুন করেছে।’’ যদিও নির্দিষ্ট করে কারও নাম বলতে পারেননি তিনি। তা ছাড়া রাতে তিনি কোথায় ছিলেন, তা স্পষ্ট নয়।
তদন্তে নেমে আটক যুবক (Mysterious Death)
ঘটনার পর থেকেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মহেশতলা থানার পুলিশ জানিয়েছে, যে বাড়ির সামনে মৃতদেহটি পাওয়া গিয়েছিল, সেখানকার এক যুবককে আপাতত জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখছে।
আরও পড়ুন: Murder in Kolkata: মদের আসরে অশান্তি, বেহালায় বাবা-ছেলে মিলে ‘খুন’ বন্ধুকে
এই রহস্যমৃত্যুতে স্বাভাবিক ভাবেই আতঙ্কিত স্থানীয়েরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, শিল্পী বিবির পরিবারের সঙ্গে কারোর কোনো বিরোধ ছিল না। তার আচরণে কখনো কোনও সমস্যা দেখা যায়নি। পুলিশ সূত্রে খবর, খুন না আত্মহত্যা? তা নিয়ে ধোঁয়াশা রয়েছে (Mysterious Death)।