ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে জি-২০ বৈঠকে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই বৈঠকের আগে প্রধানমন্ত্রী মোদী নাইজেরিয়া সফরে গিয়েছিলেন। সেখান থেকেই তিনি গিয়েছিলেন ব্রাজিলে। ব্রাজিলে জি-২০ বৈঠকের শেষে প্রধানমন্ত্রী মোদী সরাসরি দেশে ফিরলেন না। বৈঠকের শেষে তিনি সফর করছেন গায়ানাতে।
বুধবার পৌছালেন গায়ানা (Narendra Modi)
বুধবার তিনি বিমান যোগে গায়ানায় পৌঁছান। বুধবার সকালে প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) বিমান গায়ানায় অবতরণের সময়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন গায়ানার প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলি। শুধু গায়ানার প্রেসিডেন্ট মহম্মদ ইরফান আলিই নয়, তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন গায়ানার অন্যান্য নেতা নেত্রীরাও।
তিন দিনের সফরের শেষ পর্যায় (Narendra Modi)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) তিন দিনের বিদেশ সফরের এটাই শেষ পর্যায়। প্রধানমন্ত্রী মোদী গায়ানায় দু’দিন কাটাবেন। সেখানে দু’দিন কাটানোর পর আগামী শুক্রবার ভারতের উদ্দেশে যাত্রা শুরু করবেন। প্রধানমন্ত্রী এই সফরের আগেই গায়ানা ও বার্বাডোস প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা তাদের দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করবে।
নাইজেরিয়া সফরেও সম্মান
এর আগে ভারতের প্রধানমন্ত্রী যখন নাইজেরিয়া সফরে গিয়েছিলেন তখন সেখানকার প্রশাসনও ভারতের প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করেছে। এই সম্মান শেষ পাওয়া রাষ্ট্র নেতা ছিলেন ইংল্যান্ডের মহারানী দ্বিতীয় এলিজাবেথ। আর সেই সম্মান এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাথায় উঠলো। যা বুঝিয়ে দেয় গোটা বিশ্বে ভারতের গুরুত্ব! বুধবারই প্রেসিডেন্টের আমন্ত্রণে গায়ানার পার্লামেন্টে বক্তৃতা করবেন মোদী। সে দেশের ভারতীয় বংশোদ্ভূতদের আয়োজিত সভাতেও যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী।
১৯৬৮-র পরে প্রথম ভারতীয় নেতা
১৯৬৮ সালের পরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী গায়ানা সফরে গেলেন। এর আগে ১৯৬৮ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গায়ানা সফরে গিয়েছিলেন। এরপর দীর্ঘ ৫৬ বছর ধরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী গয়ানার মাটিতে পা রাখেনি। ৫৬ বছর আবারও কোনও ভারতীয় রাষ্ট্রনেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গায়না সফরে গেলেন।
আরও পড়ুন: Trump Jr: অস্ত্র কোম্পানিকে মুনাফা দিতে তৃতীয় বিশ্ব যুদ্ধ নিশ্চিত করছে, বিস্ফোরক ট্রাম্প জুনিয়র
প্রচুর ভারতীয় বংশোদ্ভূত
গায়ানায় বসবাস করেন প্রায় ৩ লক্ষ ২০ হাজার ভারতীয় বংশোদ্ভূত। ভারতের প্রধানমন্ত্রীকে সেদেশে স্বাগত জানাতে তারাও একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। যে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী গায়ানা সফরে গিয়ে যোগ দেবেন।এর আগে প্রধানমন্ত্রী মোদী একাধিক বার দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলির আর্থিক উন্নতির কথা গোটা বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন। যেখানে অনগ্রসর দেশগুলিকে প্রযুক্তি বিনিময়ের বিষয়ে একাধিকবার আওয়াজ তুলে ছিলেন প্রধানমন্ত্রী। যা ভারতের প্রতি সদর্থক ভাবমূর্তি তৈরি হয়েছে এই দেশ গুলিতে। যার প্রতিফলন দেখা মিলছে প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফরে, এমনটাই মত কূটনৈতিক মহলের।