ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: লোকসভা ভোটের আবহে ফের পাকিস্তানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi On Pakistan)। মঙ্গলবার গুজরাতের গান্ধীনগরে এক নির্বাচনী সভায় বক্তৃতা দিতে গিয়ে মোদী বলেন, “পাকিস্তান জানে যে, তারা ভারতের বিরুদ্ধে জিততে পারবে না। ওরা বার বার আমাদের সেনার কাছে পরাজিত হয়েছে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
‘অপারেশন সিঁদুর’ তুলে ফের কড়া বার্তা (Narendra Modi On Pakistan)
প্রধানমন্ত্রীর বক্তব্যে ফের উঠে এল সাম্প্রতিক সেনা অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ(Narendra Modi On Pakistan)। মোদী (Narendra Modi) বলেন, “ওটা ছিল এক কঠোর পদক্ষেপ। আর এবার সব কিছু ক্যামেরার সামনে হয়েছে, যাতে কেউ দেশে ফিরে কোনও প্রমাণ চেয়ে প্রশ্ন না তোলে।” তিনি আরও দাবি করেন, অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত আন্তর্জাতিক মহলের কাছে শক্ত বার্তা পাঠিয়েছে, যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত কোনও আপস করে না।
পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদতের অভিযোগ(Narendra Modi On Pakistan)
মোদী সরাসরি অভিযোগ করেন, “সন্ত্রাসবাদ পাকিস্তানের কাছে কোনও ছায়াযুদ্ধ নয়, বরং ওটাই ওদের যুদ্ধ কৌশল(Narendra Modi On Pakistan)।” তাঁর অভিযোগ, “পাকিস্তানে রাষ্ট্রীয় মর্যাদায় জঙ্গিদের শেষকৃত্য করা হয়েছে। কফিনে মোড়া হয়েছে পাকিস্তানের জাতীয় পতাকায়। এটাই প্রমাণ করে ওরা জঙ্গিদের কীভাবে রাষ্ট্রীয় সম্মান দেয়।” প্রধানমন্ত্রীর মতে, পাকিস্তানের এই অবস্থানই আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলায় তাদের বিশ্বাসযোগ্যতা শেষ করে দিচ্ছে। তিনি বলেন, “আমরা শান্তিতে থাকতে চাই, কিন্তু কেউ যদি আমাদের শান্তির সুযোগ নিয়ে আমাদের দুর্বল ভাবতে চায়, তাহলে ভুল করবে। ভারতের সেনা ও সরকার যথাযথ জবাব দিতে জানে।”

পাটেলকে স্মরণ, পিওকে প্রসঙ্গ (Narendra Modi On Pakistan)
বক্তব্যে প্রধানমন্ত্রী স্মরণ করেন স্বাধীনতা-পরবর্তী ভারতের উপকণ্ঠ পুরুষ সর্দার বল্লভভাই পটেল-কে (Narendra Modi On Pakistan)। বলেন, “স্বাধীনতার পর যদি দেশের কথা শোনার দায়িত্ব পাটেলের হাতে থাকত, তাহলে আজ পাক অধিকৃত কাশ্মীর (PoK) ভারতেরই অংশ হতো, এবং সন্ত্রাসের বিষবৃক্ষও গজাত না।” এই মন্তব্যের মাধ্যমে তিনি কংগ্রেসের নেতৃত্বাধীন তৎকালীন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সমালোচনাও করেন বলে রাজনৈতিক মহলের বিশ্লেষণ।

আরও পড়ুন:Israel Hamas Conflict : হামাস রাজি আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাবে, শান্তির আশায় নতুন সম্ভাবনা!
ভূজ থেকেও হুঁশিয়ারি(Narendra Modi On Pakistan)
এর আগের দিন, সোমবার ভূজে আরেকটি জনসভায় প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে হলে ওই দেশের সাধারণ নাগরিকদেরই এগিয়ে আসতে হবে।” পাশাপাশি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “সুখে-শান্তিতে বাঁচো, রুটি খাও। নয়তো আমার গুলি তো আছেই!” তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
রাজনৈতিক বার্তা ও ভোট-সৌজন্যে
বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী মোদীর এই ভাষণ দুই স্তরে বার্তা দিচ্ছে। একদিকে দেশবাসীকে জাতীয়তাবাদী আবেগে উজ্জীবিত করা, অন্যদিকে আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে তুলে ধরা।
এই ধরনের বক্তব্য, বিশেষত নির্বাচনের মুখে, জাতীয় নিরাপত্তা ও সেনাবাহিনীর ভূমিকার প্রতি জনসমর্থন জোগাড় করতেও সহায়ক হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
পাকিস্তান-সন্ত্রাস ইস্যুতে ফের বার্তা
এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে (Narendra Modi On Pakistan)। বিরোধী দলগুলি ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে—চলমান নিরাপত্তা সংকটকে কি ভোট রাজনীতির স্বার্থে ব্যবহার করা হচ্ছে? তবে মোদীর ভাষণে স্পষ্ট, পাকিস্তানকে চাপে রাখার কৌশল আরও জোরালো করতে চাইছে কেন্দ্রীয় সরকার। চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রীর আরও কয়েকটি সভা রয়েছে গুজরাত ও উত্তর ভারতের বিভিন্ন জেলায়। সেখানেও পাকিস্তান-সন্ত্রাস ইস্যুতে ফের বার্তা দেওয়া হতে পারে বলে অনুমান।