ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাইবার ক্রাইম, এই বিষয়টার সঙ্গে মানুষ ওতপ্রোত ভাবে জড়িত। যত দিন যাচ্ছে ততই যেন হু হু করে বাড়ছে সাইবার ক্রাইমের সংখ্যা (Nazarbandi)। যার জেরে অনেকেই লক্ষ লক্ষ টাকা খোয়াচ্ছেন। আবার কেউ বা অপরাধীদের কাছে হারিয়ে ফেলছেন ব্যক্তিগত তথ্য। স্ক্যাম থেকে শুরু করে সাইবার স্টকিং, এসবের মাধ্যমেই ছড়াচ্ছে একের পর এক অপরাধ। আর এই অপরাধের জালে কত মানুষ যে পা দিচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। এবার সেই ফাঁদে পড়লেন টলিউড অভিনেত্রীর (Tollywood actress) ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)।
আসছে ‘নজরবন্দী’ (Nazarbandi)
আমাদের চারিপাশে প্রতিনিয়ত এহেন ঘটনা ঘটছে। বহু মানুষ সেই জালে পা দিয়ে নিজেদের সর্বস্ব হারাচ্ছেন। সেই ক্রাইম থেকে কি তবে এবার বাঁচতে পারবেন অভিনেত্রী ঋতুপর্ণা? এমনই এক রোমহর্ষক থ্রিলার গল্পে তাঁকে দেখা যাবে। পরিচালনায় দেবারতি ভৌমিক। ছবির নাম ‘নজরবন্দী’ (Nazarbandi)। ছবিটির মুখ্য চরিত্রে থাকবেন ঋতুপর্ণা। এছাড়াও রয়েছেন একগুচ্ছ অভিনেত্রী। মধুমিতা সরকার, অনিন্দিতা বসু, পায়েল সরকার, দর্শনা বণিক, রাজনন্দিনী পাল সহ অনেকে।
নারীকেন্দ্রিক ছবি (Nazarbandi)
ছবিটা নারী কেন্দ্রিক (Nazarbandi)। একদম নারীদের নিয়েই আবর্তিত হয়েছে ছবির গল্প। পুলিশ থেকে অপরাধী, এখানে সবাই নারী। এমনকি ক্যামেরার সামনে পুরুষ নজরে পড়বে না।। স্বাভাবিক ভাবেই দর্শক মহলে এই ছবি নিয়ে কৌতূহল কম নয়। পরিচালক দেবারতি ভৌমিকের মতে, এই ছবিটা শুধু নারী কেন্দ্রিকই নয়। সিনেমার কোনও দৃশ্যে কোথাও কোনও পুরুষ নেই। তবে একেবারেই যে পুরুষ নেই তা নয়। পুরুষরা রয়েছেন বেশ কিছু রেফারেন্সে। যেমন ভয়েস ওভারে পুরুষের কণ্ঠস্বর শুনতে পাবেন।
আরও পড়ুন: Udit Narayan: ভরা অনুষ্ঠানে উদিত নারায়ণের কাছে চুম্বনের দাবি, আবারও নতুন বিতর্ক!
‘নজরবন্দী’র উদ্দেশ্য
পরিচালকের কথায় এই ছবিটি তৈরি করার কারণ হল, মানুষ যেন প্রতারণার ফাঁদে পা না দেন এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকালীন আরও বেশি করে সচেতন হন। পরিচালক কখনও এমন ফাঁদে পা দেননি ঠিকই। তবে তাঁর সঙ্গে এমন প্রতারণা করার চেষ্টা হয়েছে। একবার তার কাছে একটা কল আসে। বলা হয়, তাঁর একটি পার্সেল কাস্টমস দপ্তরে আটকে রয়েছে। যেন তিনি অর্থের বিনিময় তা ছাড়িয়ে আনেন। আর যদি না করেন, তাহলে জেল হয়ে যাবে।
আরও পড়ুন: Jibanananda Dash: এক নজরে ‘নির্জনতম কবি’ জীবনানন্দ দাশ, সাহিত্য থেকে কর্মজীবন
প্রকাশ্যে ছবির মোশন পোস্টার
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘নজরবন্দী’ ছবির মোশন পোস্টার । যেখানে প্রথমে লেখা রয়েছে, ” যখন আবেগ এবং প্রয়োজন মুখোমুখি হয় আর পক্ষপাত আপনাকে নিয়ন্ত্রণ করে। তখন দৃষ্টিকোন নাকি বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত?” এই ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যাবে একজন পেন্টারের ভূমিকায়। শুধু কলকাতার নয়, পাহাড়েও হবে ছবির শুট। ‘নজরবন্দী’ গল্পের থ্রিলার ফুটে উঠবে পাহাড়ের কোল থেকে শুরু করে পাইন গাছ এবং আঁকাবাঁকা রাস্তায়।