ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জোনাকি (Jonaki) আর ধ্রুবর (Dhrubo) জীবনে যেন বিপদের শেষ নেই। আগামী পর্ব হতে চলেছে আরও টানটান (Mittir Bari)। এবার রঘু রাই ধাওয়া করল ধ্রুব আর জোনাকিকে। প্রতিশোধের আগুনে জ্বলছে রঘু রাই। সুযোগ বুঝে জোনাকিকে গাড়িতে তুলে নিল। অপরদিকে ধ্রুবর কী অবস্থা? সে কি পারবে জোনাকিকে রঘু রাইয়ের হাত থেকে রক্ষা করতে? কী হতে চলেছে ‘মিত্তির বাড়ি’র (Mittir Bari) আগামী পর্বগুলোতে? আজকে আপনাদের উদ্দেশ্যে থাকছে সেই অজানা কথা।
পিকনিক থেকে ফেরার পথে বিপদ (Mittir Bari)
আগামী ১৫ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি, ‘মিত্তির বাড়ি’ (Mittir Bari) ধারাবাহিকে ঘটতে চলেছে ধামাকাদার ঘটনা। পিকনিকে গিয়ে ধ্রুব এবং জোনাকি এত বড় বিপদে পড়তে চলেছে, তা তারা কল্পনাতেও ভাবতে পারেনি। মিত্তির বাড়ির সবাইকে নিয়ে একটা পিকনিকের আয়োজন করা হয়। অপরদিকে এই পিকনিকেই বড় সুযোগ হিসেবে কাজে লাগানোর প্ল্যানিং করে ফেলল রঘু রাই। পিকনিকের দিনই আলাদা করে দেবে ধ্রুব আর জোনাকিকে। রীতিমত মাস্টারপ্ল্যান যাকে বলে। পিকনিক থেকে ফেরার পথেই বিপদে পড়ল ধ্রুব আর জোনাকি। মুখোমুখি গুন্ডাদের অতর্কিত আক্রমণ।
জোনাকির জীবনের নায়ক ধ্রুব (Mittir Bari)
ধ্রুব মিত্তির বাড়ির (Mittir Bari) নায়ক, তার থেকেও বড় কথা জোনাকির জীবনের নায়ক। জোনাকিকে কিভাবে সে বিপদের হাত থেকে রক্ষা করবে? ধ্রুব গুন্ডাদের আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াল। চলল রীতিমত কাট কাট অ্যাকশন। কিন্তু শেষ রক্ষা হল না। যখন একদিকে ধ্রুব গুন্ডাদের আক্রমণ সামলাতে ব্যস্ত, তখন রঘুর গুন্ডারা অপহরণ করল জোনাকিকে। দ্রুত জোনাকিকে গাড়িতে তুলে নিয়ে সেখান থেকে প্রস্থান করে।

আরও পড়ুন: Arkadeep Mishra Interview: খাদানে গান গেয়ে কলকাতা নয়, মুম্বাইতে থাকছেন অর্ক!
উঠছে নতুন প্রশ্ন
এবার প্রশ্ন হল, ধ্রুব কি জোনাকিকে খুঁজে পাবে? খুঁজে তো অবশ্যই পাবে। কিন্তু কীভাবে খুঁজে পাবে? জোনাকিকে খুঁজতে গিয়ে জোনাকির অতীতের বড় রহস্য সামনে চলে আসবে না তো? এই একগুচ্ছ প্রশ্নের উত্তর থাকছে আগামী পর্বগুলোতে।

আরও পড়ুন: Oporichito Movie Review: কেমন হয়েছে ঋত্বিকের থ্রিলার মুভি অপরিচিত?
জোনাকি ধ্রুবর টক ঝাল রসায়ন
প্রসঙ্গত, জি বাংলার ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’তে দেখানো হচ্ছে সম্পর্কের শিকড় পরিবার। সেই গল্প ইতিমধ্যেই পছন্দ হয়েছে দর্শকদের। ধারাবাহিকে বাবার বিরুদ্ধে গিয়ে ধ্রুব তার দাদু এবং ঠাকুমার সঙ্গে সহমত। বাড়ির আশ্রিতা জোনাকিকে কেউ মেনে নিতে পারে না। অপরদিকে জোনাকির কথা ফেলতে পারে না ধ্রুব। এহেন পরিস্থিতিতে জোনাকি ধ্রুবর টক ঝাল রসায়ন বেশ ভালো লাগছে দর্শকদের। জোনাকির বিপদে পাশে থাকার আশ্বাস দিয়েছে ধ্রুব। এবার নায়িকাকে বাঁচাতে আদৃতের নতুন অবতার দেখবেন। কাদা মেখে এক্কেবারে যেন দক্ষিণী তারকা। বলাই বাহুল্য, ‘মিত্তির বাড়ি’র আগামী পর্বগুলোতে থাকছে টানটান উত্তেজনা।