ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুম্বাইয়ে (Mumbai) নিজের জমি শক্ত করতে মন দিয়েছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। অপরদিকে তাঁর স্ত্রী তৃণা সাহা (Trina Saha) এখন ব্যস্ত টলিউডের নতুন ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’ নিয়ে। ইতিমধ্যেই ধারাবাহিকটি চলে এসেছে টিআরপির প্রথম পাঁচে। অপরদিকে নীলের কেরিয়ারও বেশ ঊর্ধ্বমুখী। এরই মাঝে কাজের ব্যস্ততায় সোশ্যাল মিডিয়ায় বড় বার্তা দিলেন নীল। নতুন শহরে নতুন বন্ধুর সঙ্গে আলাপ করালেন নীল! কীভাবে মুম্বাইয়ের সময় কাটছে অভিনেতার? সমাজ মাধ্যমে কী লিখলেন তিনি?
নতুন চ্যালেঞ্জ, নতুন যাত্রা (Neel Bhattacharya)
অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) কলকাতা ছাড়লেন। তাঁর উদ্দেশ্য, বলিউড (Bollywood)। কয়েক মাসের জন্য পা রাখতে চলেছেন মুম্বাইয়ে। সমাজ মাধ্যমে লিখলেন, “জীবনের সবচেয়ে কঠিন পদক্ষেপ নেওয়ার সময় এটা প্রমাণ হিসেবে রাখছি…. প্রথমবারের মতো আমি আমার কাছের মানুষদের ছেড়ে কলকাতার বাইরে থাকব…. নতুন যাত্রা…. নতুন চ্যালেঞ্জ…মুম্বই সদয় হও।”
টলিউডের জনপ্রিয় অভিনেতা (Neel Bhattacharya)
টলিউডে বেশ পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন অভিনেতা নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। এবার তিনি টলিউড ছেড়ে মুম্বাই পাড়ি দিচ্ছেন। মুম্বাইতে নিজের জায়গা পাকা করতেই ব্যস্ত তিনি। কোনও রকম ভাবেই সময় নষ্ট করতে চান না। এদিকে টলিউডের স্ত্রী তৃণা সাহা পরশুরাম ধারাবাহিকে ব্যস্ত। সুতরাং এই সফরে নীল একাই। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাইকে কলকাতায় রেখেই একাই পাড়ি দিয়েছেন মুম্বাইয়ে।
আরও পড়ুন: Anupam Kher: যুদ্ধের আবহে কটুক্তি, ক্ষোভে ফুঁসছে বলিউড! কী বললেন অনুপম খের?
জীবনে নতুন বন্ধুর আগমন
জীবনে বন্ধুর স্থান কম গুরুত্বপূর্ণ নয়। প্রকৃত বন্ধুর কাছে যতটা মন খুলে কথা বলা যায়, তা অন্য কারোর সাথে বলা যায় কিনা জানা নেই। শুধু তাই নয়, জীবনে হাসি, কান্না ও আনন্দের মুহূর্তে এক বন্ধুর গুরুত্ব অনেকটাই। নতুন শহরে গিয়ে অভিনেতা নতুন বন্ধুর খোঁজ পেয়েছেন। আর নতুন বন্ধুও তার জীবনে ভালোই জায়গা করে নিয়েছে, তা বলাই বাহুল্য। বন্ধুর সাথে নীলের সময় ভালই কাটছে। সমাজ মাধ্যমে লিখেছেন, “আমার নতুন বন্ধু, সিম্বার সাথে আলাপ করুন।” চারপেয়ে এই বন্ধু, যে নীলের জীবনে বিশেষ জায়গা দখল করে নিয়েছে তা বোঝাই যাচ্ছে।
আরও পড়ুন: Aamir Khan: ভারত-পাক সংঘাতে মুখ খুললেন আমির খান! কেন মন ভাঙল অনুরাগীদের?
নিছক রটনা
মাঝে নীল-তৃণা সম্পর্কে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কথা উঠেছিল। চার বছরের চুক্তি বিয়ে ভাঙতে চলেছে, এমন নানান রটনা রটে। তবে সে গুঞ্জনে পাত্তা দেননি নীল এবং তৃণা। দুজনেই মুখ খুলতে নারাজ এ বিষয়ে। এসব নিছক রটনা বলেই জানিয়েছেন। তাঁদের মধ্যে সম্পর্কে বিন্দুমাত্র অবনতি ঘটেনি। দুজনে সুখে সংসার করছেন। আপাতত নিজেদের কাজ নিয়ে ব্যস্ত তাঁরা। কেরিয়ারের মাঝে এসব রটনা বা গুঞ্জনকে দূরে রেখেছেন এই জুটি।