Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: টলিউডের (Tollywood) জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্য (Neel-Trina) ও মধুমিতা সরকার (Madhumita Sarcar) প্রথমবারের জন্য একসাথে কাজ করতে চলেছেন জুটি হিসেবে। এই দুই প্রতিষ্ঠিত অভিনেতা-অভিনেত্রীর জুটি নিয়ে ইতিমধ্যে জল্পনা তুঙ্গে। অনুরাগীরা যেমন এই জুটির কেমিস্ট্রি দেখার জন্য মুখিয়ে রয়েছেন ,অন্যদিকে ইন্ডাস্ট্রির অন্দরে উঠচ্ছে নানা প্রশ্ন। সবচেয়ে বেশি করে যে প্রশ্ন ঘোরাঘুরি করছে তা হল , তবে কী এতে প্রতিযোগিতা আরও বাড়বে? কার সাথে চলবে প্রতিযোগিতা ?
বাড়ছে প্রতিযোগিতা (Neel-Trina)
‘ ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে নীল মধুমিতা (Neel-Trina) একসঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন। অপরদিকে তৃণা ইন্দ্রজিৎ (Trina – Indrajeet) জুটি বেঁধেছেন’ আজকের পরশুরাম’ ধারাবাহিকে। আর এই ধারাবাহিক ইতিমধ্যে দর্শকদের কাছে খুবই প্রিয়। তৃণা ইন্দ্রজিতের জুটিও ভীষণ পছন্দ করেন দর্শক। ফলে এই দুই জোড়া জুটিকে নিয়ে তুলনা চলছে। নীল তৃণা স্বামী-স্ত্রী। সেখানে একই চ্যানেলে তৃণা জুটি বেঁধেছেন ইন্দ্রজিতের সাথে, অপরদিকে নীল জুটি বাঁধছেন মধুমিতার সাথে। ফলে অনেকেই মনে করছেন, এতে প্রতিযোগিতা বাড়বে।
প্রতিযোগিতার তুলনায় উত্তেজনা বেশি ! (Neel-Trina)
অভিনেত্রী তৃণা সাহা (Neel-Trina) কী মনে করেন ? সত্যিই কী প্রতিযোগিতা বাড়বে তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে ? এ প্রসঙ্গে অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) মনে করেন, প্রতিযোগিতার কিছুই নেই, নীল নিজের কাজ করছে, তিনিও নিজের কাজ করছেন। নীল যদি মধুমিতার সাথে কাজ করে, তাতে তাঁর কোনও সমস্যা নেই। বরং একজন শিল্পী হিসেবে নতুন জুটিতে কাজ করা প্রয়োজনীয়। তাঁর কথায় , লীনার প্রযোজনা সংস্থায় এই কাহিনীটি নতুন। ভালো হবে তা তিনি নিশ্চিত। তাছাড়া নীল তৃণার স্বামী। তাই প্রতিযোগিতার থেকে উত্তেজনা বেশি কাজ করছে অভিনেত্রী তৃণার মধ্যে।
প্রতিদ্বন্দ্বিতা
অন্যদিকে নীল মধুমিতা জুটিকে একসাথে দেখে অনুরাগীদের প্রতিক্রিয়া ইতিবাচক। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এই নতুন জুটি দর্শকদের মন জয় করতে কতটা সফল হবে? আর নীল মধুমিতা ও তৃণা ইন্দ্রজিৎ এই দুই জুটির যাত্রা পথে কি কোনও প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে , নাকি শুধু ইন্ডাস্ট্রির গুঞ্জন হিসাবেই থেকে যাবে, তা সময়ই বলবে। আপাতত ইন্ডাস্ট্রির নতুন জুটি নীল মধুমিতাকে ঘিরে উত্তেজনার পারদ ক্রমেই বেড়ে চলেছে ।
আরও পড়ুন: Donald Trump: ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করেও তেলের বাজারে বাজিমাত ভারতের!
দর্শকের প্রিয় জুটি
নীল ভট্টাচার্য ‘ (Neel Bhattacharya) বাংলা মিডিয়াম’ ধারাবাহিক শেষ করে মুম্বইয়ে পাড়ি দিয়েছিলেন ,নিজের কিছু কাজের জন্য। অপরদিকে মধুমিতা সরকার (Madhumita Sarcar) বেশ কয়েক বছর ধারাবাহিক থেকে দূরে ছিলেন। তিনি ওয়েব সিরিজ ও ছবিতে কাজ করছিলেন। আর এই দুই অভিনেতা অভিনেত্রী দর্শকের ভীষণ প্রিয়। তাঁদের অভিনীত ধারাবাহিকগুলি এক সময় দর্শকের মন জয় করে নিয়েছিল । সুতরাং বলা যায় তাঁরা জুটি হিসেবে দর্শকের মন জয় করে নেবে। এখন শুধু সময়ের অ