ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অভিনেতা নীল চট্টোপাধ্যায় (Neil Chatterjee) সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন ,তাঁর ঘরে লক্ষ্মী এসেছে। অর্থাৎ তাঁর কন্যা সন্তান হয়েছে। অভিনেতা নীল ও পৃথা চ্যাটার্জির (Pritha Chatterjee) ঘর আলো করে এসেছে মা লক্ষ্মী। এমন সংবাদে অনুরাগীরা ভীষণ খুশি। অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় একটা আলো ছায়ার মধ্যে তার আর পৃথার একটি ছবি পোস্ট করেছেন।
দু’জনই জনপ্রিয় (Neil Chatterjee)
ছোটপর্দায় নীল ও পৃথা দুজনই বেশ (Neil Chatterjee) জনপ্রিয়। নীল চ্যাটার্জি একজন ভারতীয় বাঙালি অভিনেতা। বাংলা টেলিভিশনে ‘কন্যাদান’, ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘ মিঠাই ‘, ‘খেলনা বাড়ি’ , ‘ নেতাজি ‘ সহ আরও অনেক ধারাবাহিকেই কাজ করেছেন তিনি। ২০২১ এ ১৯ শে জানুয়ারি পৃথা চন্দ্রকে বিয়ে করেন অভিনেতা। পৃথাও একজন অভিনেত্রী। সান বাংলায় ‘মেঘে ঢাকা তারা ‘ -তে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
শুভেচ্ছা বার্তা (Neil Chatterjee)
নীল চ্যাটার্জি সোশ্যাল মিডিয়াতে (Neil Chatterjee) পোস্ট করেন, লক্ষ্মী এলো ঘরে । অনেক অনুরাগীরাই তাঁদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। কেউ লিখেছেন, “অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল নীল দা এবং পৃথা দি।” আবার কেউ লিখেছেন,” সত্যি দারুণ খবর, শুভেচ্ছা রইল।” অনেকেই আবার ছোট্ট মেয়েকে অনেক আদর ও ভালোবাসা জানিয়েছেন।
দু’জনের বিয়ে
বর্তমানে অভিনেতা নীলকে ‘তেঁতুলপাতা ‘ ধারাবাহিকের পাশাপাশি জি বাংলার ‘কোন গোপনে মন ভেসেছে’ তে খল চরিত্রে দেখা যাচ্ছে। কিছু বছর আগে অর্থাৎ ২০২১ সালে অভিনেত্রী পৃথার সাথে সাত পাকে বাঁধা পড়েছিলেন নীল। সেই সময় অভিনেতাকে ‘সৌদামিনীর সংসার ‘ ধারাবাহিকে ‘লোকু ‘ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল । অভিনেতা যে বিয়েটা চুপি চুপি সেরেছিলেন তা নয়। বিয়ের তারিখটা তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন। কখনও ‘দিদি নাম্বার ওয়ান’ কিংবা কখনও ‘তারকার অন্দরমহল’ এ এসে বিয়ের খবরটা জানিয়ে ছিলেন। অভিনেতার অভিনয়ের হাতে খড়ি হয়েছিল পরিচালক দেবীদাস ভট্টাচার্যের হাত ধরে। নীল পার্শ্ব চরিত্রে অভিনয় করে থাকলেও তাঁর অভিনয়ের মাধ্যমে মন জয় করে নিয়েছেন দর্শকদের। কখনও পজিটিভ চরিত্রে, আবার কখনও ও নেগেটিভ চরিত্রে, দুই চরিত্রেই তিনি সাবলীল ও পারদর্শী।
আরও পড়ুন: Strawberry Malai Kulfi: স্ট্রবেরি মালাই কুলফি,গরমে একদম মন মাতানো ডেজার্ট!
সুখবরের বছর
২০২৫ সালটা বলা যেতে পারে টলিউডের জন্য সুখবরের বছর। এই বছরেই বহু তারকা দম্পতি বাবা মা হয়েছেন। সেই তালিকায় রয়েছেন পরমব্রত ও পিয়া ,অনিন্দিতা রায়চৌধুরী – সুদীপ সরকার, মানসী সেনগুপ্ত সহ অনেকেই। এবার সেই তালিকায় নাম জুড়ল অভিনেতা নীল ও পৃথার।