Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ভ্যাটিকানে সমবেত লক্ষাধিক মানুষের সামনে শান্তির বার্তা দিয়ে বিশ্বের নতুন ধর্মনেতা হিসেবে আত্মপ্রকাশ করলেন পোপ চতুর্দশ লিয়ো(New Pope Peace Message)। ৮ মে পোপ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে ১১ মে, রবিবার সেন্ট পিটার্স স্কোয়ার থেকে আনুষ্ঠানিকভাবে নিজের প্রথম বক্তব্য পেশ করলেন তিনি। সদ্য প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হিসেবে নির্বাচিত এই ধর্মগুরু তাঁর প্রথম ভাষণেই তুলে ধরলেন যুদ্ধবিধ্বস্ত বিশ্বের প্রতি গভীর উদ্বেগ ও সহানুভূতি।
মানবিকতার পথে ফিরে আসার আহ্বান (New Pope Peace Message)
পোপ চতুর্দশ লিয়ো বলেন, “আজকের বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের নাটকীয় দৃশ্যপটের মধ্যে দিয়ে যাচ্ছে। খণ্ড খণ্ড যুদ্ধে রক্ত ঝরছে, মানবতা বিপন্ন হচ্ছে।” তিনি সরাসরি ইউক্রেন-রাশিয়া, গাজ়া-ইজ়রায়েল এবং ভারত-পাকিস্তানের সংঘর্ষের প্রসঙ্গ তুলে ধরে শান্তি ও মানবিকতার পথে ফিরে আসার আহ্বান জানান(New Pope Peace Message)।
ইউক্রেন প্রসঙ্গে পোপ যা বলেন(New Pope Peace Message)
বিশেষত ইউক্রেন প্রসঙ্গে পোপ বলেন, “সেই দেশটির জন্য আমার হৃদয় ভারাক্রান্ত(New Pope Peace Message)। যুদ্ধের ক্লান্তি, ধ্বংস আর মৃত্যুর বদলে আমি চাই সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হোক।” তাঁর এই বক্তব্য আসে এমন এক সময়, যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald J. Trump) মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে। এই উদ্যোগকে পরোক্ষে স্বাগত জানিয়েছেন পোপ, যদিও সরাসরি কোনও দেশের নাম নিয়ে রাজনৈতিক মন্তব্য এড়িয়ে গিয়েছেন।গাজ়া পরিস্থিতির বিষয়ে পোপ অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তার আহ্বান জানান। হামাসের হাতে বন্দি থাকা ইজ়রায়েলি নাগরিকদের মুক্তির দাবিও জানান তিনি। তাঁর কথায়, “মানবাধিকার ও জীবনের মর্যাদা রক্ষা করা আমাদের সম্মিলিত দায়িত্ব।”

আরও পড়ুন: India Pakistan Ceasefire : পাকিস্তান যুদ্ধ বিরতির অনুরোধ করেনি, ভারতের দাবিকে অস্বীকার পাকিস্তানের!
ভারত-পাকিস্তান সংঘর্ষেও পোপ প্রতিক্রিয়া জানান(New Pope Peace Message)
ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষের প্রসঙ্গেও পোপ প্রতিক্রিয়া জানান(New Pope Peace Message)। তিনি দুই দেশের সাম্প্রতিক যুদ্ধবিরতির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন, “শান্তির পথে প্রত্যেকটি পদক্ষেপই মহৎ ও ঈশ্বরের কাছে প্রার্থনাযোগ্য।” এই বক্তব্য ভারত-পাক বিরোধের পটভূমিতে নতুন আলোর দিশা দেখাতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

আরও পড়ুন: India Pakistan Conflict : জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত পাক আধিকারিকদের পরিচয় প্রকাশ করল ভারত!
আর কোনও যুদ্ধ নয়(New Pope Peace Message)
৬৯ বছর বয়সী এই নতুন পোপ সেন্ট পিটার্স ব্যাসিলিকার ঐতিহ্যবাহী বারান্দা থেকে বক্তব্য রাখেন, যেখানে আগে পোপ ফ্রান্সিস দাঁড়িয়ে বহুবার শান্তির বার্তা দিয়েছিলেন(New Pope Peace Message)। ফ্রান্সিসের ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে লিয়ো বলেন, “আর কোনও যুদ্ধ নয়! ফ্রান্সিস যা বলেছিলেন, সেই বাণীই আজ আরও বেশি প্রাসঙ্গিক।”বিশ্বশান্তির প্রতীক হিসেবে পোপের এই আহ্বান এমন সময় এল, যখন একের পর এক অঞ্চলে যুদ্ধ, হিংসা, সন্ত্রাস ও মানবিক বিপর্যয় চলছে। তাঁর প্রথম বার্তায় রাজনীতি বা পক্ষপাতিত্বের ইঙ্গিত না থাকলেও তা বিশ্বনেতাদের কাছে একটি কঠিন প্রশ্নচিহ্ন হিসেবে প্রতিধ্বনিত হলো—আমরা কী সত্যিই শান্তি চাই?