ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘আইনের চোখ’ এবার খুলে গেল! আগের মতোই এক হাতে অবশ্য থাকছে দাঁড়িপাল্লা। তবে অন্য হাতে তরোয়াল নয়, সংবিধান। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নতুন ন্যায় মূর্তি বসল সুপ্রিম কোর্টে। পোশাকি নাম, লেডি অফ জাস্টিস।
আগের মূর্তি সরিয়ে নতুন মূর্তিটি বসানো হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের লাইব্রেরিতে। যে মূর্তি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। কারণ, আগে যে ন্যায়মূর্তি প্রচলিত ছিল, তার চোখে কালো কাপড় বাঁধা থাকত। আইনের চোখে সকলেই সমান, তা বোঝাতেই চোখ ঢাকা থাকত। আর হাতে তরোয়াল ছিল শাস্তির দেওয়ার ক্ষমতা প্রতীক। এবার সেই মূর্তিই বদলে গেল। ‘আইনের চোখ’ আর রইল না বাঁধা।
আরও পড়ুন: https://tribetv.in/cji-order-to-take-immediate-action-against-bengal-civic-recruitment/
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নির্দেশে নতুন এই মূর্তিটি তৈরি করা হয়েছে। মূর্তি চোখ খোলা রেখে প্রধান বিচারপতি বার্তা দিতে চেয়েছেন যে ভারতের আইন অন্ধ নয়। সকলকে সমান চোখে দেখে বিচার করে। তরোয়ালের পরিবর্তে মূর্তি একহাতে সংবিধান রেখে বার্তা দেওয়া হয়েছে, দেশের আইন কেবল শাস্তির প্রতীক নয়। ন্যায়বিচারের প্রতীক।