Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কালনায় হৃদয়বিদারক এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে (Kalna)। সোমবার রাতের অন্ধকারে রাস্তার ধারে কচু পাতার উপর শোয়ানো অবস্থায় উদ্ধার হয়েছে এক সদ্যজাত পুত্র শিশু। স্থানীয়দের অনুমান, রাতের সুযোগ নিয়ে শিশুটিকে ফেলে রেখে উধাও হয়ে গিয়েছে পরিবারের লোকজন।
কখন ঘটনাটি ঘটে (Kalna)
ঘটনাটি ঘটে সোমবার রাত সাড়ে দশটা নাগাদ। কালনার একটি এলাকায় শিশুর কান্নার শব্দ শুনে প্রথমে কিছু পথচলতি মানুষ ও আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। সেখানে গিয়ে দেখা যায়, কচু পাতার উপর শুয়ে আছে একটি সদ্যজাত শিশু। শিশুটির অবস্থা অত্যন্ত নাজুক ছিল।
এলাকার বাসিন্দা শ্রীমন্ত প্রামাণিক সাহসিকতার সঙ্গে এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন। খবর সূত্রে জানা যায়, তিনি বলছেন “বাচ্চাটিকে কে ফেলে দিয়ে গিয়েছে আমরা জানি না। যখন উদ্ধার করি, তখন শিশুটি খুবই অসুস্থ ছিল।”
এখন বিপদমুক্ত সেই শুরু (Kalna)
উদ্ধারের পরই শ্রীমন্ত প্রামাণিক এলাকার আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কালনা মহকুমা হাসপাতালে যোগাযোগ করেন। হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস জানান, ডাক্তারদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী শিশুটির বয়স মাত্র একদিন। বর্তমানে শিশুটি হাসপাতালে ভর্তি রয়েছে এবং বিপদমুক্ত।
স্থানীয়দের দাবি
শ্রীমন্ত প্রামাণিক আরও জানিয়েছেন, তিনি শিশুটিকে দত্তক নিতে চান। তাঁর ইচ্ছা—সমস্ত আইনি প্রক্রিয়া মেনে শিশুটিকে তাঁর দিদির কাছে লালনপালনের জন্য দিতে। তিনি সরকারের কাছে সেই আবেদন জানিয়েছেন।
এই ঘটনায় পুলিশি তৎপরতা
ঘটনার খবর পৌঁছায় কালনা থানার পুলিশ পর্যন্ত। পুলিশ সূত্রে জানা গেছে, শিশুর পরিবারের সন্ধান পেতে সবরকম জায়গায় বার্তা পাঠানো হয়েছে। কে বা কারা এই নিষ্ঠুরতার সঙ্গে সদ্যজাতকে ফেলে গেল, তা জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন: Shani Dev Blessings: শনির গোচরে খুলবে ভাগ্যের দ্বার, জানুন কার ভাগ্যে কী আছে লেখা?
এর কয়েকদিন আগেই অনুরূপ একটি ঘটনা ঘটেছিল বালি ব্রিজের নিচে। সেখান থেকে ডাস্টবিনের ভেতর থেকে এক সদ্যজাতকে উদ্ধার করা হয়েছিল। এক টোটো চালকের তৎপরতায় প্রাণে বেঁচে যায় শিশুটি। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল কালনায়, যা স্থানীয়দের মনে গভীর ক্ষোভ ও দুঃখের সঞ্চার করেছে।