ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শনিবার সংসদে বাজেট পেশের শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন উল্লেখ করেছিলেন বাজেট হবে জনমুখী সুরাহা দেবে সাধরণ মধ্যবিত্তকে। নির্মলার জনমোহিনী বাজেটে (Nirmala on Union Budget 2025) প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম কমিয়ে মধ্যবিত্তদের স্বস্তি দিয়েছে কেন্দ্রীয় সরকার। একনজরে দেখে নিন বাজেট ২০২৫-এ দাম কমল কোন কোন ভোগ্যপণ্যের…
বাজেট ২০২৫-এ দাম কমল কোন কোন ভোগ্যপণ্যের Nirmala on Union Budget 2025 :
- চামড়া জিনিসের উপর দাম কমাল কেন্দ্রীয় সরকার।
- ক্যারিয়ার-গ্রেড ইথারনেটের সুইচ, এলসিডি/এলইডি টিভির দাম কমল বাজেটে।
3.কমল কোবাল্টজাত পণ্যের দাম। সীসা, দস্তা-সহ ১২টি গুরুত্বপূর্ণ খনিজ মৌলিক শুল্ক থেকে অব্যাহতি। - কিছু সামুদ্রিক যানের দামও কমছে। আরও ১০ বছরের জন্য জাহাজ তৈরির কাঁচামালের উপর শুল্ক ছাড় দেওয়া হয়েছে।
- হিমায়িত মাছের লেই বা ‘সুরিমি’র দাম কমছে। সুরিমির পণ্য তৈরি এবং রফতানির ক্ষেত্রে শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
- দাম কমল ব্যাটারি, এলইডি টিভি, এলসিডি টিভি, মোবাইল ফোন
- ভারতীয় ব্যাটারি জাতীয় পণ্যের উপর কর ছাড়
পেশ হল কেন্দ্রীয় বাজেট পেশ হল কেন্দ্রীয় বাজেট । এই বাজেট নিয়ে একদিকে যেমন সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, তেমনই বণিক মহলও নজরে রেখেছিলেন বাজেটে। এদিকে মোট বাজেট বরাদ্দের মধ্যে মূলধনী ব্যয়ের পরিমাণ ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা। অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনা এবং সশস্ত্র বাহিনীর তিন শাখার আধুনিকীকরণের জন্য এই অর্থ ব্যয় করা হবে।
এই বাজেট (Nirmala on Union Budget 2025) নিয়ে একদিকে যেমন সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, তেমনই বণিক মহলও নজরে রেখেছিলেন বাজেটে। এদিকে মোট বাজেট বরাদ্দের মধ্যে মূলধনী ব্যয়ের পরিমাণ ১ লক্ষ ৯২ হাজার কোটি টাকা। অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনা এবং সশস্ত্র বাহিনীর তিন শাখার আধুনিকীকরণের জন্য এই অর্থ ব্যয় করা হবে।
প্রতিরক্ষা গবেষণা ও উৎপাদন ক্ষেত্রে বেসরকারি সংস্থার সহায়তার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী। মূলধনী ব্যয়ের মধ্যে, বিমান এবং অ্যারো ইঞ্জিনের জন্য ৪৮ হাজার ৬১৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং নৌসেনার যুদ্ধজাহাজের জন্য বরাদ্দ ২৪ হাজার ৩৯০ কোটি টাকা(Nirmala on Union Budget 2025) ।
আরও পড়ুন: https://tribetv.in/new-income-tax-bill-will-be-introduced-next-week/
প্রসঙ্গত, তৃতীয় দফায় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট স্বস্তি মধ্যবিত্তের। রেকর্ড গড়ে একটানা অষ্টমবার বাজেট পেশ করলেন নির্মলা সীতারমণ। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক দাওয়াই মিলেছে নির্মলার ব্রিফকেসে। আয়কর ছাড় থেকে সমস্ত জীবনদায়ী ওষুধে ৫% শুল্ক প্রত্যাহার। যুব-মহিলা-কৃষক থেকে মধ্যবিত্তের জন্য ঢালাও বরাদ্দ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।