ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সময়ে একে একজন একনায়ক এসেছেন আবার তাঁদের পতনও হয়েছে (North Korea Drone)। ইতালির মুসোলিনি থেকে জার্মানির হিটলার, প্রত্যেক একনায়কের উদ্দেশ্য ছিল ক্ষমতা সম্প্রসারণ করা। এজন্য তাঁরা একের পর সামরিক অস্ত্র পরীক্ষা ও উৎপাদন চালিয়েছিল। অতীতে 0এমন উদাহরণ অনেক রয়েছে। কিন্তু বর্তমানে গোটা বিশ্বে এমন একনায়কের সবচেয়ে ভালো উদাহরণ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম।
কিমের অস্ত্র পরীক্ষা (North Korea Drone)
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন মাঝে মাঝেই পরমাণু অস্ত্র কিংবা ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য বিশ্ব জুড়ে আলোচনায় থাকেন (North Korea Drone)। কিন্তু এবার আর পরমাণু অস্ত্র কিংবা ক্ষেপণাস্ত্র নয়, তার বদলে একটি বিশেষ ড্রোনের পরীক্ষা করলো উত্তর কোরিয়া। সেই ড্রোনের সফল পরীক্ষা নিয়ে সামনে থেকে দেখলেন উত্তর কোরিয়া একনায়ক। এই ড্রোনের খবর আগেই জানিয়েছিল উত্তর কোরিয়া। আর গত বৃহস্পতিবার তা বাস্তবে পরীক্ষা করে দেখালো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার একটি সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, এই ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করেছে উত্তর কোরিয়া।
কী ক্ষমতা এই ড্রোনের? (North Korea Drone)
উত্তর কোরিয়ার (North Korea Drone) তৈরি এই নতুন ড্রোন, যার সফল পরিক্ষার খবর বৃহস্পতিবার জানানো হয়েছে সেটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত ড্রোন। এই ড্রোনটি স্বয়ংক্রিয় ভাবে পূর্বনির্ধারিত লক্ষ্যে হামলা চালাতে পারবে বলে জানানো হয়েছে উত্তর কোরিয়ার একটি সংবাদ মাধ্যম সূত্রে। এই ড্রোনটির সবচেয়ে ভালো দিক হল এই ড্রোনটি সেলফ ডেস্ট্রয়েড বা আত্মঘাতী হামলা চালাবে। এজন্য এই ড্রোন হামলার পর হামলাকে বা কারা চালাচ্ছে এবং কথা থেকে হামলা চালানো হয়েছে তা বোঝা সম্ভব নয়। ড্রোনটির এই বিশেষ গুণ গোটা বিশ্বের সুপার পাওয়ার দেশ গুলিরও ঘুম উড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: Pikachu in Turkey Protests: তুর্কির রাস্তায় পালাচ্ছে পিকাচু, পেছনে ছুটছে পুলিশ!
কিমের সঙ্গে ড্রোনের ছবি
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন কৃত্রিম বুদ্ধিমত্তার এআই ড্রোনের সফল পরীক্ষার পর সেটির সঙ্গে বেশ কিছু ছবি তোলেন। যা ছড়িয়ে পড়তেই গোটা বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, এই ড্রোনের মধ্যে রয়েছে উন্নততর ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থা, যা নিয়ে পর্যবেক্ষণ করে দেখেছেন কিম নিজেই।কিম বিভিন্ন ধরনের হামলাকারী এবং গুপ্তচর ড্রোনের কার্যকারিতার নমুনা দেখেছেন।

আরও পড়ুন: Myanmar Earthquake: ভুমিকম্প মায়ানমারে! সঙ্গে কাঁপল কলকাতাও
চিনের সাহায্য পেয়েছে
উত্তর কোরিয়ার এই ড্রোন পরীক্ষার খবর প্রকাশ্যে আসতেই গোটা বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই ড্রোনের প্রযুক্তি নিয়ে চর্চা শুরু করেছেন। কিছু পশ্চিমি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা দাবি করছেন, এই ড্রোনটি নির্মাণে চিন উত্তর কোরিয়াকে প্রযুক্তিগত সাহায্য করেছে। চিনের তরফ থেকে অবশ্য এই বিষয়ে কিছু বলা হয়নি। তবে চিনের একটি সরকারি সংবাদ সংস্থা এই বিষয়ে কিছু দিন আগেই একটি রিপোর্টে দাবি করে, চিন এই একই ধরনের আত্মঘাতী ড্রোনের সফল পরীক্ষা সম্পন্ন করেছে।