ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন নতুন মারনাস্ত্র (North Korea Drone) তৈরি করে নিজের দেশের ক্ষমতা ও প্রভুত্ব গোটা বিশ্বের সামনে তুলে ধরেন। আর এর জন্য তিনি প্রায়ই নতুন নতুন সমরাস্ত্রের পরীক্ষা করেন নিজের দেশের। এর আগে একাধিক ব্যালেস্টিক মিসাইল এবং ওভারহেডের সফল পরীক্ষা করেছেন। যা গোটা বিশ্বে উত্তর কোরিয়ার সমরাস্ত্রের ক্ষমতার প্রদর্শন বলেই মনে করছেন আন্তর্জাতিক কুটনৈতিক মহল।
আন্তর্জাতিক মহলের ধারণা (North Korea Drone)
আন্তর্জাতিক কুটনৈতিক মহলের কেউ কেউ বলেন কিম জং উনের দেশের কাছে এমন কিছু মারনাস্ত্র (North Korea Drone) রয়েছে যা আমেরিকায়ও আঘাত হানতে পারবে। এমনকি কিম জং উন মাঝে মাঝেই হামলার হুমকি দেয় পশ্চিমী দেশগুলিতে, বিশেষ করে আমেরিকায় হামলা চালানোর হুমকি দিয়েছেন কিম। যদিও আন্তর্জাতিক মহলের ধারণা এগুলো শুধুমাত্র সমরাস্ত্র কুটনীতির একটি অংশ মাত্র। এবার এই সমরাস্ত্র কুটনীতির অংশ হিসেবে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তৈরি করতে চলেছেন সেল্ফ ডেস্ট্রয়েড ড্রোন (North Korea Drone)।
সেল্ফ ডেস্ট্রয়েড ড্রোন (North Korea Drone)
সেল্ফ ডেস্ট্রয়েড ড্রোন (North Korea Drone) হল এমন একটি সমরাস্ত্র যা নিজেই বায়ুপথে শত্রুর কাছে পৌঁছে নিদির্ষ্ট লক্ষ্য বস্তুতে স্বয়ংক্রিয়ভাবে বিষ্ফোরণ ঘটায়। এই ধরনের সমরাস্ত্র এর আগে দেখা গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবং ইজরায়েল-হামাস যুদ্ধে। যেখানে সেল্ফ ডেস্ট্রয়েড ড্রোন ব্যবহার করে শত্রুর আকাশ সিমায় প্রবেশ করে স্বয়ংক্রিয়ভাবে বিষ্ফোরণ ঘটিয়েছে।
আরও পড়ুন: Robert F Kennedy Jr: ট্রাম্পের প্রশাসনে এবার ভ্যাকসিন বিরোধী রবার্ট কেনেডি!
উত্তর কোরিয়ার হাতে পৌঁছালে সমস্যা বাড়বে?
তবে এই প্রযুক্তি উত্তর কোরিয়ার হাতে পৌঁছালে তা বেশ ঘাতক হতে পারে বলেই মনে করছেন কুটনৈতিক মহল। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ইতিমধ্যেই নিজের দেশে এই সেল্ফ ডেস্ট্রোয়েড ড্রোন নির্মাণ করার জন্য ছাড়পত্র দিয়েছেন বলে জানা গিয়েছে একটি কোরিয়ান সংবাদ সংস্থার রিপোর্টে। কোরিয়ার ওই সংবাদ সংস্থার রিপোর্টে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন উত্তর কোরিয়ায় সেল্ফ ডেস্ট্রয়েড ড্রোন ব্যাপক ভাবে তৈরি কাজ শুরু করার অনুমতি দিয়েছে। ইতিমধ্যেই এই ড্রোনের সফল পরীক্ষাও শেষ হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুন: Canada: কানাডিয়ানদের “গো ব্যাক টু ইউরোপ” স্লোগান! খালিস্থানিদের ভিডিয়ো ভাইরাল
রাশিয়ার যুদ্ধে কোরিয়ার সৈন্য
এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ান সেনা রাশিয়ায় পৌঁছে ছিল। এর জন্য ন্যাটো দেশগুলি উত্তর কোরিয়ার বিরূদ্ধে একজোট হয়েছে। দক্ষিণ কোরিয়া ও জাপান, উত্তর কোরিয়াকে নিজেদের দেশের জন্য সামরিক হুমকি হিসেবে দেখছে। এমনকি দক্ষিণ কোরিয়া নিজেদের দির্ঘ প্রচলিত নিয়ম, যুদ্ধের অন্য দেশকে সামরিক সহায়তা না করার নীতিও বদল করার পথে হাঁটছে। আর এজন্যই উত্তর কোরিয়াও এই সামরিক কুটনীতির মাস্টার স্ট্রোক হিসেবে এই সেল্ফ ডেস্ট্রয়েড ড্রোন তৈরি করছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।