ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: তিস্তার উপর নতুন সেতু নির্মাণ হয়েছে এখনো এক বছরও হয়নি (North Sikkim)। এরই মধ্যে ভাঙলো নতুন সেতুটি। উত্তর সিকিমে তিস্তা নদীর উপর নব নির্মিত বেইলি ব্রিজ ভেঙে গেল মঙ্গলবার।
কীভাবে ভাঙলো? (North Sikkim)
তৈরি হওয়ার এক বছর না হতেই ভেঙে পড়লো তিস্তা নদীর উপর নব নির্মিত বেইলি ব্রিজ (North Sikkim)। এই ব্রিজটি মঙ্গলবার ভেঙে যায়। জানা গেছে,একটি মালবোঝাই লরি সেতুর উপর দিয়ে পার হওয়ার সময় সঙ্কলাং সেতুর উপর এই বিপত্তি ঘটেছে
ব্যাহত যান চলাচল (North Sikkim)
তিস্তা নদীর উপর ৬০ মিটার দীর্ঘ এই ব্রিজটি ভেঙে পড়ার কারণে অসুবিধায় পড়েছেন বহু মানুষ (North Sikkim)। জানা গেছে, লাচেন এবং লাচুং-এর মধ্যে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যান চলাচল ব্যাহত হওয়ায় আটকে পড়েছেন বহু পর্যটকও। বহু পর্যটককে ঘুর পথে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে সিকিম প্রশাসনের তরফে।ফলে পর্যটকদের গন্তব্যে পৌঁছানতে অনেক বেশি সময় লাগছে এবং অসুবিধার মধ্যেও পড়তে হচ্ছে।
সিকিম সরকারের বিবৃতি
সিকিম সরকারের তরফে যানজট কমানোর এবং সাধারণ মানুষকে নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকিম সরকারের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, সেতু ভেঙে যাওয়ায় মঙ্গন এবং আপার জঙ্গু এলাকায় যানজট শুরু হয়েছে। সেই যানজট কমানোর জন্য পদক্ষেপ নিচ্ছে সিকিম সরকার।
আরও পড়ুন: Narendra Modi: প্রধানমন্ত্রীর বিমানে জঙ্গি হামলার হুমকি! ফোন পেয়ে অভিযুক্তকে ধরল মুম্বই পুলিশ
পুরোনো সেতু
গত বছর জুন মাসে তিস্তা নদীর উপরে থাকা পুরোনো সেতুটি ভেঙ্গে যায়। ঐ সময় অতিবৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা। এতে উত্তর সিকিমের যাতায়াত ব্যবস্থায় ব্যাপক সমস্যা তৈরি হয়েছিল। উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। যার কারণে উত্তর সিকিমের বহু মানুষ সমস্যায় পড়েছিলেন।
বেইলি ব্রিজ়
গত বছর জুন মাসে পুরোনো সেতুটি ভেঙে যাওয়ার পর যখন সাধারণ মানুষ ব্যাপক সমস্যায় পড়েছিলেন তখন সেনার সহায়তায় উত্তর সিকিমে তিস্তা নদীর উপরে তৈরি হয়েছিল এই নতুন বেইলি ব্রিজ। পুরোনো ব্রিজ ভেঙে যাওয়ার পর যুদ্ধকালীন তৎপরতায় তৈরি হয়েছিল এই নতুন ব্রিজটি। এই ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন করেছিল বর্ডার রোড অর্গানাইজেশন।
আরও পড়ুন: Rahul Gandhi: সেনার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জের, রাহুল গান্ধীকে তলব করল আদালত
দেড় মাসে ভাঙলো ব্রিজ
এই ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয়েছিল আগেই। কিন্তু, এবছরের শুরুতেই এই ব্রিজটিতে যান চলাচলের জন্য খুলে দেয় সেনার বর্ডার রোড অর্গানাইজেশন। লা জানুয়ারি থেকে এই ব্রিজ দিয়ে শুরু হয় যান চলাচল। কিন্তু এই ব্রিজ দিয়ে যান চলাচলের দেড় মাস কাটতে না কাটতেই ঘটে গেল এই বিপত্তি।
হতাহত
মঙ্গলবার একটি লরি পার হচ্ছিল বেইলি ব্রিজ দিয়ে। সেই সময় ভেঙে পরে যায় এই সেতুটি। তবে এই দুর্ঘটনায় এখনও কোনো হতাহতের খবর মেলেনি। জানা গেছে, লরিটি সেতুর উপর দিয়ে ও পারে পৌঁছে যাওয়ার পর এই ঘটনাটি ঘটেছে।