ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় অভিনেত্রী (Actress) নুসরাত ফারিয়া (Nusrat Faria)। অভিনেত্রী এখন বেশ অসুস্থ। সম্প্রতি একটি বিতর্কিত মামলায় তাঁর ওপর ঝড় বয়ে গেছে রীতিমত। শোনা যাচ্ছে, জামিনের পরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এখন কেমন আছেন অভিনেত্রী?
ভুগছিলেন মানসিক চাপে (Nusrat Faria)
বেশ কয়েক সপ্তাহ ধরে চলা ঘটনায় বেশ মানসিক চাপে ভুগছিলেন অভিনেত্রী নুসরাত (Nusrat Faria)। তাঁর ওপর আনা হয়েছিল হত্যার চেষ্টা মামলা। এক রাতের জন্য জেল হেফাজতে থাকার পর জামিন মঞ্জুর হয়। আদালতে ধারাবাহিক হাজিরা, গণমাধ্যমের চাপে পড়ে অভিনেত্রী শারীরিক , মানসিক পরিস্থিতি ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। অতিরিক্ত স্ট্রেস ও অনিদ্রা থেকে তাঁর শরীর ভেঙে পড়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।
ভক্তদের উদ্বেগ (Nusrat Faria)
অভিনেত্রী নুসরাত ফারিয়ার ( Nusrat Faria) বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা রকম প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ কেউ অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে বলেছেন, একজন শিল্পী হিসাবে তাঁর স্বাধীনতা থাকা উচিত। আবার কেউ কেউ তাঁর কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে জামিন পাওয়ার পর অনেকেই ভেবেছিলেন অভিনেত্রী অবশেষে স্বস্তি পেলেন। কিন্তু তারপর অভিনেত্রীর এই অসুস্থতার খবরে ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভক্ত থেকে শুরু করে নেটিজেনদের অনেকেই তাঁর দ্রুত সুস্থতা প্রার্থনা করছেন।
আরও পড়ুন: Kajol Controversy: তারকা বলেই ছাড়, দক্ষিণেশ্বরে এসে বিতর্কে কাজল! তীর্যক মন্তব্য নেটপাড়ায়
ভালোবাসা ও উদ্বেগ
ইতিমধ্যে অভিনেত্রী তাঁর সোশ্যাল পেজে লিখেছেন, “আপনারা অনেকেই খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন বারবার। আর সকলের এই ভালোবাসা ও উদ্বেগ আমাকে ছুঁয়ে গেছে।” কিন্তু অত্যন্ত দুঃখের সাথে নুসরাত জানিয়েছেন যে, বর্তমানে খুবই অসুস্থ থাকায় চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। কিছু সময়ের জন্য তাঁকে বাইরের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখতে বলা হয়েছে। এমনকি ফোন ব্যবহারেও কড়া নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে , অভিনেত্রীর চিকিৎসা চলছে এবং আপাতত গণমাধ্যমে কোনও মন্তব্য করতে রাজি নন তারা।
আরও পড়ুন: Sasurbari Zindabad: বড়পর্দায় জামাইষষ্ঠীর আনন্দ, আসছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’! জুটি বাঁধবেন কারা?
জনপ্রিয়তার আড়ালে মানসিক চাপ
এই ঘটনার প্রেক্ষিতে আবারও আলোচনায় উঠে এসেছে শিল্পীদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তাঁদের মানসিক স্বাস্থ্য । শুধুমাত্র জনপ্রিয়তাই নয়, জনপ্রিয়তার আড়ালে যে চাপ কাজ করে, অভিনেত্রী নুসরাত ফারিয়ার ঘটনা যেন তার বাস্তব প্রমাণ।