Occupy of Arakan Army: ট্রাইব টিভি বাংলা ডিজিটাল:চট্টগ্রাম সীমান্তে সঙ্কটে পড়তে চলছে বাংলাদেশ ? মায়ানমার -বাংলাদেশ সীমান্তের ২৭১ কিলোমিটার এখন আরাকান আর্মির দখলে। রোহিঙ্গা উৎখাতে বড় ভূমিকা নিয়েছিল এই আরাকান আর্মি।
দীর্ঘ সীমান্ত দখল, আরাকানের সক্রিয়তা
নাফ নদীর ওপারে মায়ানমার। এপারে বাংলাদেশের চট্টগ্রাম।পশ্চিমাঞ্চলীয় শহর মংডো দখল করে এই নাফ নদী বরাবর ২৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত-এর দখল নিয়ে নিয়েছে আরাকান আর্মি। মংডো শহরের শেষ সেনাঘাঁটি দখলের মাধ্যমে বাংলাদেশের কক্সবাজার লাগোয়া মায়ানমারের রাখাইন প্রদেশের সম্পূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে এই আরাকান আর্মি । মংডো দখলের বিষয়টি নিশ্চিত করেছেন আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা। আরাকান আর্মি রবিবার জানিয়েছে, তারা নাফ নদীর উপরে যে কোনও ধরনের পরিবহণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
ভারতকে চাপ? পাল্টা চাপে বাংলাদেশ?
মায়ানমারের জুন্টা সরকারের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত পুলিশ এবং স্থানীয়রা নৌকা করে বাংলাদেশে পালানোর চেষ্টা করছিল বলে এই নির্দেশ দেওয়া হয়েছে বলেও তারা জানিয়েছে। অন্যদিকে নাফ নদীর দখল নিজেদের হাতে রেখে বাংলাদেশকেও চাপে ফেলে দিয়েছে আরাকান আর্মি। ইতিমধ্যেই চট্টগ্রাম থেকে কয়েকজন বাংলাদেশিকে তুলে নিয়ে গেছেন আরাকানরা। ফলে হাসিনার সরকারের পতনের পর চট্টগ্রামে আক্রান্ত সংখ্যালঘুরা খানিক বল পেয়েছে মনে। রোগিঙ্গাদের তাড়ানোর পাশাপাশি চট্টগ্রামে সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে লড়াই দিয়ে যাচ্ছে মায়ানমারের এই বিদ্রোহী গোষ্ঠী। এরা স্বাধীন চট্টগ্রাম পক্ষে বলে খবর। ফলে এখন বেশ চাপে ভারতকে লাগাতার হুমকি দেওয়া বাংলাদশের মৌলবাদীর।
আরও পড়ুন: Tokyo New Policy: সপ্তাহে ৪ দিন কাজ, ৩ দিন ছুটি! নতুন ঘোষণা সরকারের
কিন্তু কী এই আরাকান আর্মি?
আরাকান আর্মি হল রাখাইন সম্প্রদায়ের এক সশস্ত্র বাহিনী। ২০০৯ সালে ছাত্রনেতা ত্বোয়ান মারত নাইং এই বিদ্রোহী গোষ্ঠী তৈরি করে নেতৃত্ব দেন। এই আবহে বিপন্ন শুধু মায়ানমারের জুন্টা সরকারই নয়, বিপদের অশনি সংকেত দেখছে ইউনুস সরকারও। ২০২৩ সালের নভেম্বরর পর মায়ামারের রাখাইনের ১৭টি শহরের মধ্যে ১১টির নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। ভারতের ‘কালাদান মাল্টিমোডাল প্রকল্প’। যেই প্রকল্পটি কলকাতাকে রাখাইনের সিতোই বন্দরের সঙ্গে যুক্ত করতে চলছে ভারতের ‘কালাদান মাল্টিমোডাল প্রকল্প । ভারতের এই প্রকল্পের কাজে কোনো বাধা তৈরী করতে চায় না আরাকান আর্মি। ফলে ভারতকে চাপে ফেলতে গিয়ে এখন আদতে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির চাপে পরে গেছে বাংলাদেশের ইউনুস সরকার। চট্টগ্রামের দখল রাখা নিয়ে এখন চিন্তায় ইউনুস। আরাকান আর্মির এই সক্রিয়তার পেছনে কি আছে ভারতের কৌশলি পদক্ষেপ। জল্পনা বাড়ছে বিশ্ব রাজনীতিতে।