ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বড়দিনে কলকাতাবাসীর জন্য বিরাট উপহার নিয়ে হাজির কলকাতা মেট্রো (Kolkata Metro)। আজ রাত পেরলেই ক্রিসমাস (Christmas)। ঘড়ির কাঁটা ১২টার ঘরে যেতেই শুরু হয়ে যাবে বাঙালির বড়দিন। আলো দিয়ে সেজে উঠেছে পার্কস্ট্রিট। আলোতে সাজতে শুরু করেছে গীর্জাগুলিও। বড়দিনের পরই বর্ষবরণ, তাই নতুন বছর শুরুর আগে এই মুহূর্তে ফেসটিভ মুডে গোটা শহরবাসী। এই ক্রিসমাস উদযাপনে মাঝরাত থেকেই কলকাতার রাজপথে নামে মানুষের ঢল।
এই দুদিন ওয়াকিং স্ট্রিটে পরিণত হবে মধ্য কলকাতার পার্ক স্ট্রিটের (Park street) আলো ঝলমলে রাস্তা। তাই এখানে এই দুদিন মানুষ শুধুই হাঁটবেন। পার্কস্ট্রিটমুখী গাড়ির গতি নিয়ন্ত্রণ শুরু করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। কারণ, রবিবার থেকেই মানুষের ঢল বেরিয়েছে রাস্তায়। ভিড় রয়েছে এসপ্ল্যানেডেও। এছাড়াও সেন্ট্রাল, সেন্ট পলস, ভিক্টোরিয়া মতো জায়গাগুলিতে জমায়েত হচ্ছে মানুষের। শহরবাসীর উৎসব উপভোগে যাতে কোন খামতি না থাকে তার জন্যই এবার দারুন উপহার নিয়ে হাজির কলকাতা মেট্রো (Kolkata Metro)।
আরও পড়ুন: Christmas celebration: কেক ছাড়া বড়দিন! ভিড় দোকানে দোকানে
উৎসবের দিনে যাত্রীদের বাড়ি ফেরার চিন্তা দূর করতেই এবার এক অভিনব পদক্ষেপ করল কলকাতা মেট্রো (Kolkata Metro)। ইতিমধ্যে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সেখানে উল্লেখ করা হয়েছে বুধবার বড়দিন উপলক্ষে অনেক রাত পর্যন্ত মেট্রো পরিষেবার সুবিধা পাবেন যাত্রীরা।
কখন মিলবে শেষ মেট্রো (Kolkata metro)
জানা যাচ্ছে, বুধবার কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত এগারোটায়। আর সেই মেট্রোর গন্তব্যস্থল হবে দমদম স্টেশন। অন্যদিকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো কবি সুভাষ থেকে ছাড়বে রাত ১০ টা বেজে ৪৯ মিনিটে। উল্টো দিকে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা বেজে ৫৩ মিনিটে। এরফলে ধর্মতলা কিংবা পার্ক স্ট্রিট থেকে রাত সাড়ে এগারোটার পরেও মেট্রো পেয়ে যাবেন যাত্রীরা।
অন্যদিকে দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো চলবে ৭ মিনিটের ব্যবধানে। আর সারাদিনের বাকি সময় পুরনো সূচি মেনেই চলবে মেট্রো। বুধবার ছুটির দিন হলেও ভোর ৬’টা ৫০ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো। কারণ ওই দিন সকাল থেকেই মানুষ নানা প্রান্তে ঘুরতে বেরিয়ে পড়েন।