ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের মালদহে (Malda News) শ্যুটআউট। কালিয়াচক খুন কাণ্ডে গ্রেফতার তাহের মমিন নামে এক ব্যক্তি। মঙ্গলবার সকালে কালিয়াচকের নয়াবস্তি এলাকায় ড্রেন ও রাস্তার শিলান্যাস করতে গিয়েছিলেন অঞ্চল সভাপতি বকুল শেখ। অভিযোগ, ঠিক সেই সময় তৃণমূলেরই (Malda Shootout) আরেক গোষ্ঠী আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতি সহ গুলিবিদ্ধ হন মোট ৩ জন। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল কর্মী হাসু শেখের।
সূত্রের খবর, তৃণমূল কর্মী জাকির শেখের সঙ্গে বকুল শেখের পুরনো বিবাদের জেরেই এই হামলা। ঘটনায় বকুল শেখ সহ দুজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখকে লক্ষ্য করে একাধিক গুলি চালানো হয় (Malda News)। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীরা বাইকে করে এসে অবাধে গুলি চালিয়ে চলে যায়। অভিযোগ, রাস্তার শিলান্যাস করতে যাওয়ার সময় পরপর গুলি চালানো হয়। গোষ্ঠীদ্বন্ধের জেরে এই হামলা বলে দাবি আহত তৃণমূল কর্মীর (Malda Shootout)।
আরও পড়ুন:https://tribetv.in/partha-chatterjee-news-about-recruitment-legal-procedur/
আরও পড়ুন: https://tribetv.in/malda-shootout-tmc-worker-lost-his-life-due-to-incident/
উল্লেখ্য, নতুন বছরের শুরু থেকেই মালদহে (Malda News) প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ। গত ২ জানুয়ারি প্রকাশ্যে দিবালোকে দোকানে ঢুকে গুলি করে খুন করা হয় তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে তারই মধ্যে মালদহে (Malda Shootout) ফের গুলিবিদ্ধ হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। এদিকে গত ২ জানুয়ারি দুলাল সরকার খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রাণ বাঁচাতে কারখানায় ঢুকে পড়েছিলেন তৃণমূল নেতা। কিন্তু শেষরক্ষা হয়নি। তিন দুষ্কৃতীকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় (Malda News)।